![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনোবা একটি লাশ
কখনোবা একটি ধর্ষণ,
চির চেনা মুখগুলোকে
কেমন অচেনা মনে হচ্ছে।
জানি চাঁদে আজ গ্রহণ লেগেছে
তালপাতারসেপাই হয়তো সেখবরই দিবে,
কিন্তু আড়াল করবে
এর পেছনের সূর্যটাকে।
কৃষ্ণপক্ষের গভীর রাতে
চামচিকাগুলো মদনৃত্য করছে,
কারণ আমরা ঘুমিয়ে
অচেতন অভিসারে।
যতনে জমানো বরফখন্ডটি
নিঃশেষ হয়ে যাচ্ছে,
যেন তপ্ত দাব্বাত
মাটি খুড়ে বেরিয়ে এসেছে।
প্রিয় জন্মভূমি,
জানি হৃদয়ে তোমার আগুণ জ্বলছে
তোমার সন্তান খুন হচ্ছে এই যাতনায় নহে,
তোমার সন্তানেরা ভিরু,কাপুরুষ হয়ে গেছে এই লজ্জাতে।
ছবিসূত্রঃ-নেট।
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১
মুসাফির নামা বলেছেন: চুপচাপ হৃদয়ে বয়ে নিচ্ছি ক্লান্তির হতাশাগুলোকে,কেউ জেগে উঠছে না এক অজানা আশঙ্কাতে।
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৩
বিদ্রোহী চাষী বলেছেন: প্রিয় জন্মভূমি,
জানি হৃদয়ে তোমার আগুণ জ্বলছে
তোমার সন্তান খুন হচ্ছে এই যাতনায় নহে
তোমার সন্তানেরা ভিরু,কাপুরুষ হয়ে গেছে এই লজ্জাতে।
অসাধারণ শেষ পঙ্কতিটি।+
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ২:০৪
মুসাফির নামা বলেছেন: চুপচাপ হৃদয়ে বয়ে নিচ্ছি ক্লান্তির হতাশাগুলোকে,কেউ জেগে উঠছে না এক অজানা আশঙ্কাতে। আমিও আজ তাদের দলে।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৯
রিপি বলেছেন: ভালো লিখেছেন কবি। প্রিয় জন্মভূমি, ক্ষমা করে দিও।
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬
মুসাফির নামা বলেছেন: ক্ষমা চাওয়ার যোগ্যতাও হারিয়েছি। ধন্যবাদ,ভাল থাকবেন।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৭
বিজন রয় বলেছেন: প্রিয় জন্মভূমি আজ অচেনা।
+++
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯
মুসাফির নামা বলেছেন: সত্যিই অচেনা এক ভিনগ্রহ মনেহচ্ছে,আমরা সব অচেনা এলিয়েন।ধন্যবাদ.বিজন ভাই।
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬
মুসাফির নামা বলেছেন: যে পোস্টে ঢুকি আপনাকে পাই, আমার ভালো আপনি পড়ে কমেন্ট করেন এবং একটা সমঝোতার চেষ্টা চালান। জাতির জন্য এরকম লোক অনেক দরকার।আমি আছি আপনার সাথে।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,সুমন ভাই।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭
জনৈক অচম ভুত বলেছেন: জন্মভূমি, তুমি এ কাদের জন্ম দিলে?
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২
মুসাফির নামা বলেছেন: আপনার মতো আমরাও সব ভূত,প্রেতাত্মা হয়ে গেছি।ধন্যবাদ।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে।
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫
মুসাফির নামা বলেছেন: কল্লোল ভাই,অসংখ্য ধন্যবাদ,মন্তব্যে। ভাল থাকবেন।
৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮
চিক্কুর বলেছেন: দারুণ কবিতা।+
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬
মুসাফির নামা বলেছেন: ভাই,অসংখ্য ধন্যবাদ,মন্তব্যে। ভাল থাকবেন।
৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০
মিজানুর রহমান মিরান বলেছেন: প্রিয় জন্মভূমি, জানি হৃদয়ে তোমার আগুণ জ্বলছে
তোমার সন্তান খুন হচ্ছে এই যাতনায় নহে তোমার সন্তানেরা ভিরু,কাপুরুষ হয়ে গেছে এই লজ্জাতে।
আমরা ক্ষমার অযোগ্য।
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
মুসাফির নামা বলেছেন: আমরা ক্ষমার অযোগ্য। ঠিকই বলেছেন।
১০| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫
মনিরা সুলতানা বলেছেন: সত্যি কারের চিত্র
আসলেই কাপুরুষ হয়ে গেছে সব
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০
মুসাফির নামা বলেছেন: কাপুরুষদের আবার জীবন কি? তাদের কোন রকম টিকে থাকলেই হল। ধন্যবাদ।
১১| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৮
শরণার্থী বলেছেন: অনবদ্য।
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,মন্তব্যে। ভাল থাকবেন,শরণার্থী
১২| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
কামরুল হাসান বলেছেন: কাপুরুষদের আবার জীবন কি? তাদের কোন রকম টিকে থাকলেই হল| উত্তরটা ভাল লেগেছে।
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩
মুসাফির নামা বলেছেন: আমরা ক্রমেই গর্তে লুকিয়ে যাচ্ছি।
১৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
রুদ্র জাহেদ বলেছেন: প্রিয় জন্মভূমি,
জানি হৃদয়ে তোমার আগুণ জ্বলছে
তোমার সন্তান খুন হচ্ছে এই যাতনায় নহে
তোমার সন্তানেরা ভিরু,কাপুরুষ হয়ে গেছে এই লজ্জাতে।
আমরা ক্রমশ আরো অপরাধী হয়ে যাচ্ছি!ভালো লেগেছে
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪
মুসাফির নামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১
কবি হাফেজ আহমেদ বলেছেন: লজ্জা ....... আহ্....চমৎকার লিখেছেন কবি হে।
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৩
মুসাফির নামা বলেছেন: আপনার কথায় অনুপ্রাণিত হলাম।অসংখ্য ধন্যবাদ।
১৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এভাবে আর কতদিন? দিন দিন অবস্থা শুধু খারাপই হচ্ছে।
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
মুসাফির নামা বলেছেন: কৃষ্ণপক্ষের গভীর রাতে
চামচিকাগুলো মদনৃত্য করছে,
কারণ আমরা ঘুমিয়ে
অচেতন অভিসারে।
ধৈর্য আমাদের পথ দেখাবে।ধন্যবাদ,প্রিয় শামীম ভাই।
১৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতা খুবই ভাল লাগল । কথায় কথায় ফুটে উঠেছে ছন্দ । অপুর্ব শব্দ সমাহারে ছোট ছোট কথা গুলো নিয়ে ভাবনার অতলে মনের অজান্তে প্রিয় জম্মভুমির কথা মনোমধ্যে উথলে উঠে , পাঠক হৃদয়ে এ অনুভুতি জাগানুতেই কবির সার্থকতা ।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩
মুসাফির নামা বলেছেন: আপনার কথায় অনুপ্রাণিত হলাম।অসংখ্য ধন্যবাদ।
১৭| ০১ লা মে, ২০১৬ রাত ৩:৩৫
চাঁদগাজী বলেছেন:
জন্মভুমি: মানুষ, সংস্কৃতি, ভৌগোলিক ভু-খন্ড, অর্থনীতি, রাজনীতির সমন্ময়। এখানে লজ্জা পাবার মত অংশ কোনটি?
০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৪৭
মুসাফির নামা বলেছেন: কবিতাতে শুধু আক্ষরিক অর্থ খুজলে হবে না।দেশতো কোন জীবন্ত সত্তা নয় তার লজ্জা থাকবে। এখানে ভাবার্থটাই আসল।দেশে একের পর এক অঘটন ঘটেই চলছে,কোন জোরালো প্রতিবাদ দেখেছেন? যেমন.আপনিও লেখছেন এমনভাবে যেন ব্যলান্স করে লেখেন অনেকটা এরশাদের প্রতিবাদের মতো।মাঠে যারা আছে,তাদের অবস্থা একই।পত্রিকাগুলোই একই অবস্থা।
১৮| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন শুভাশিস রইল।
১১ ই জুন, ২০১৬ রাত ১১:৪০
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫
রিয়াজ দ্বীন নূর বলেছেন: হাহাকার পোড়ে হৃদয়।