নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

রাত গভীর হতে চলেছে

১২ ই মে, ২০১৬ রাত ৯:৫২







এসব কথার কি’বা মূল্য আছে?
কি’বা মূল্য আছে এসব সাধারণের কথার?
যখন আমরা আয়ত্ত্ব করে ফেলেছি দাসত্বের শিল্প!
সুনসান! নিশ্চুপ, রাত শেষের আওয়াজ
আসসালাতুম খায়রুম মিনান নাউম,
আসসালাতুম খায়রুম মিনান নাউম।


বড়ই অদ্ভুত! আমরা কবিতা লিখতে শিখে ফেলেছি
অথচ কবিতার জন্য দরকার স্বাধীনতা
মুক্ত বাতাস আর দুরন্ত স্পর্ধা!
সেজুতিও আজকাল রেসিপি ছেড়ে কবিতা লিখছে।

লজ্জা! পতিতাবৃত্তিও আজ একটা শিল্প
সমাজের কুলাঙ্গারদের রসনাবৃত্তি তারাই দমন করছে
তাইতো অজস্র তারকা উপাধি তাদের থলিতে
অথচ শিল্প একটা ভাষা,একটা কল্পনা
সোনালী সভ্যতা বিনির্মানে তা ভাব বিনিময় করে।

দূর্বাঘাসে আজ কাঁটা গজিয়েছে, ভয়ঙ্কর কাঁটা!
বর্গাকার যাদুর বক্সে দেখা যাচ্ছে,অধীর আগ্রহ নিয়ে বসে আছে
সুনসান! নিশ্চুপ, রাত গভীর হতে চলেছে
কাঁটাটি তার বিষাক্ত ফণা তুলছে,অব্যর্থ ছোবল!
আর ধ্বসে পড়েছে আরেকজন শিল্পী,সভ্যতা বিনির্মানের শিল্পী।



ছবিসূত্রঃ-নেট।

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১২ ই মে, ২০১৬ রাত ১০:৫৯

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,সুমন ভাই।

২| ১২ ই মে, ২০১৬ রাত ১০:৫৪

মো: ইমরান আল হাদী বলেছেন: "দুর্বাঘাসে আজ কাঁটা গজিয়েছে"
ভাল লাগলো,শুভেচ্ছা নিবেন।

১২ ই মে, ২০১৬ রাত ১১:০০

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,ইমরান ভাই।

৩| ১২ ই মে, ২০১৬ রাত ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল্লাগলো

১২ ই মে, ২০১৬ রাত ১১:৩২

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,আপু।

৪| ১৩ ই মে, ২০১৬ রাত ২:১৩

খন্দকার আমিন বলেছেন: বেশ সুন্দর বিষয় বস্তু অনেক ভাল লেগেছে ।
শব্দটি কি শনশান না সুনসান হবে ?

১৩ ই মে, ২০১৬ সকাল ১১:০৬

মুসাফির নামা বলেছেন: মন্তব্য,পাঠে ও সংশোধনে অসংখ্য ধন্যবাদ।

৫| ১৩ ই মে, ২০১৬ ভোর ৫:০৩

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার লিখেছেন।

১৩ ই মে, ২০১৬ সকাল ১১:০৭

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,কল্লোল ভাই।

৬| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:



অনুবাদ?

১৩ ই মে, ২০১৬ সকাল ১১:০৯

মুসাফির নামা বলেছেন: অনুবাদ না,ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৬ রাত ১:৩৮

মুসাফির নামা বলেছেন: গাজী ভাই, অনুবাদ করার মতো ভাষা জ্ঞান আমার এখনও হয়নি। তবে আপনি জিজ্ঞেস করাতে একটু আগ্রহ লাগছে।

৭| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৩

চিক্কুর বলেছেন: কাঁটাটি তার বিষাক্ত ফণা তুলছে,অব্যর্থ ছোবল!
আর ধ্বসে পড়েছে আরেকজন শিল্পী,সভ্যতা বিনির্মানের শিল্পী।


দারুণ বলেছেন।

১৩ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৯

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,চিক্কুর ভাই।

৮| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৮

বিদ্রোহী চাষী বলেছেন: ভালো লেগেছে।

১৩ ই মে, ২০১৬ বিকাল ৪:৪০

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,বিদ্রোহী ভাই।

৯| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি।

১৪ ই মে, ২০১৬ রাত ১:১২

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,প্রিয় কবি ।

১০| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

১৪ ই মে, ২০১৬ রাত ১:১৩

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ, ভাই।

১১| ১৩ ই মে, ২০১৬ রাত ৯:২৬

আহমেদ জী এস বলেছেন: মুসাফির নামা ,






অনেক কথাই বলা আছে কবিতায় । শিল্প - অশিল্পের কথা ।

কবিতার জন্য দরকার স্বাধীনতা
মুক্ত বাতাস আর দুরন্ত স্পর্ধা!

মনে হয়, এই লাইন দু'টোই আসল বক্তব্য ।
++

১৪ ই মে, ২০১৬ রাত ১:১৭

মুসাফির নামা বলেছেন: আপনি ঠিকই ধরেছেন,লেখিতো অনেক কিছু,যার মুল উদ্দেশ্য মানুষের কল্যাণ।

১৪ ই মে, ২০১৬ রাত ১:২০

মুসাফির নামা বলেছেন: শ্রদ্ধেয় জি এস ভাই,
আপনার অনুপ্রেরণায় সবসময় উৎসাহিত হই।ভালো থাকুন সবসময়।

১২| ১৩ ই মে, ২০১৬ রাত ১০:১৬

মিজানুর রহমান মিরান বলেছেন: লজ্জা! পতিতাবৃত্তিও আজ একটা শিল্প সমাজের কুলাঙ্গারদের রসনাবৃত্তি তারাই দমন করছে তাইতো অজস্র তারকা উপাধি তাদের
থলিতে অথচ শিল্প একটা ভাষা,একটা কল্পনা সোনালী সভ্যতা বিনির্মানে তা ভাব বিনিময় করে।


দারুন বলেছেন!

১৪ ই মে, ২০১৬ রাত ১:১৮

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,প্রিয় মিরান ভাই।

১৩| ১৩ ই মে, ২০১৬ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৪ ই মে, ২০১৬ রাত ১:২২

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,প্রিয় পরি আপু।

১৪| ১৩ ই মে, ২০১৬ রাত ১১:২১

আনু মোল্লাহ বলেছেন: সুন্দর কবিতা, আমার ভালো লেগেছে।

১৪ ই মে, ২০১৬ রাত ১:২২

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,প্রিয় আনু ভাই।

১৫| ১৩ ই মে, ২০১৬ রাত ১১:৪২

রেজওয়ান করিম বলেছেন: ভালো হয়েছে

১৪ ই মে, ২০১৬ রাত ১:২৩

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,রেজওয়ান ভাই।

১৬| ১৪ ই মে, ২০১৬ রাত ১:২৭

রুদ্র জাহেদ বলেছেন: পোয়েম-অ্যান্টিপোয়েম হিসেবে পড়লাম।ভালো লাগল খুব
+

১৪ ই মে, ২০১৬ রাত ১:৩৪

মুসাফির নামা বলেছেন: মধ্যরাতে সুনসান সময়ে,যখন বৃষ্টি হিম শীতল আবহ সৃষ্টি করেছে-তখন আপনার মন্তব্যটি সাথে একটা প্লাস আমারও ভালো লেগেছে। ভালো থাকবেন।

১৭| ১৪ ই মে, ২০১৬ রাত ৩:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: কাঁটাটি তার বিষাক্ত ফণা তুলছে,অব্যর্থ ছোবল!
আর ধ্বসে পড়েছে আরেকজন শিল্পী,সভ্যতা বিনির্মানের শিল্পী

কবিতার চরণকটি গভীর অনুধাবন পর্যবেক্ষন ও উপলব্ধির সুদুর প্রসারী অসাধারণ প্রকাশ ।
অনেক অনেক শুভকামনা থাকল ।

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৬

মুসাফির নামা বলেছেন: অবশ্যই প্রিয় আলী ভাই,
ঐ লাইনটা পুরো কবিতাকে টেনে নিয়ে গেছে।

ভালো থাকবেন।

১৮| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:২৫

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল।

১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৬

মুসাফির নামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,শ্রদ্ধেয় প্রামাণিক ভাই।

১৯| ১৫ ই মে, ২০১৬ সকাল ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, সুন্দর ছবি। কয়েকটি ভালো লাগা কথামালাঃ
অথচ কবিতার জন্য দরকার স্বাধীনতা
মুক্ত বাতাস আর দুরন্ত স্পর্ধা!
- এসব কবিতার আবশ্যকীয় উপকরণ বটে।

অথচ শিল্প একটা ভাষা,একটা কল্পনা
সোনালী সভ্যতা বিনির্মানে তা ভাব বিনিময় করে
- যথার্থ!

দূর্বাঘাসে আজ কাঁটা গজিয়েছে, ভয়ঙ্কর কাঁটা! - অসাধারণ!

১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

মুসাফির নামা বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল ভাই,
আপনার অনুপ্রেরণায় সবসময় উৎসাহিত হই।ভালো থাকুন সবসময়।

২০| ১৬ ই মে, ২০১৬ সকাল ১১:২৪

কমজান্তা বলেছেন: এক কথায় অসাধারণ। গভীর প্রতিভার একগুচ্ছ আলোর বিচ্চুরণ।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১:২৭

মুসাফির নামা বলেছেন: শ্রদ্ধেয় ভাই,
আপনার অনুপ্রেরণায় সবসময় উৎসাহিত হই।ভালো থাকুন সবসময়।

২১| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৮

দীপান্বিতা বলেছেন: ভালো লাগল

১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:২৯

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,ভালো থাকবেন।

২২| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:৩৪

কালনী নদী বলেছেন: লজ্জা! পতিতাবৃত্তিও আজ একটা শিল্প
সমাজের কুলাঙ্গারদের রসনাবৃত্তি তারাই দমন করছে
তাইতো অজস্র তারকা উপাধি তাদের থলিতে
অথচ শিল্প একটা ভাষা,একটা কল্পনা
সোনালী সভ্যতা বিনির্মানে তা ভাব বিনিময় করে।
অসাধারণ একটি কবিতা পড়লাম ভাইয়া বৃষ্টির রাথে গড় থেকে একটু দূরের সাইবার ক্যাফেতে বসে।
এই কবিতা অনেক দিন মাথায় ঘুড়বে। সরাসরি সংগ্রহে।।

১৭ ই মে, ২০১৬ রাত ১০:৪৪

মুসাফির নামা বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ,ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.