![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাছি মোটেও সুরূপা হয়। তারপরও সবুজ পাতায় আপন মনে বসে থাকা সবুজ মাছিকে দেখতে খারাপ লাগেনি। অন্তত আমার কাছে লাগেনি। এ ছাড়া, ক'দিন আগে ন্যাশনাল জিওগ্রাফিতে পড়ছিলাম, পরাগায়ন সহায়তা করে এমন মাছির সংখ্যা কমছে দিনকে দিন। ফলে উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে উদ্বেগে পড়েছেন বিজ্ঞানীরা।
পতঙ্গ জগত সম্পর্কে কিছুই জানিনা। সবুজ মাছি পরাগায়নে সহায়তা করে কিনা তাও জানা নেই। তবে ছোট বেলা থেকে অহেতুক প্রাণী মারতে বা গাছের পাতা ছিঁড়তে নিরুৎসাহিত করা হয়েছে। অহেতুক পানি ফেলতেও নিষেধ করা হয়েছে কঠোর ভাবে।
পূবের দুনিয়ার এ সব নীতি-কথা অন্তঃসার শূন্য নয়। বরং মেনে চলা গেলে আজকের দুনিয়ার পরিবেশ রক্ষায় সহায়তাই হবে।
©somewhere in net ltd.