![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিতীয় মহাযুদ্ধ শেষে পরাশক্তিধর দেশগুলোর দাপট বজায় রেখেছিল কোল্ড ওয়ার। কিন্তু কোল্ড ওয়ার শেষে পরাশক্তিধর বিশেষ করে পশ্চিমা দেশগুলোর যুদ্ধ ও সমরাস্ত্র নির্ভর অর্থ ব্যবস্থা মন্দায় নিমর্জিত হয়। মন্দা থেকে উত্তরণ পেতে মধ্যপ্রাচ্যের তেল সম্পদ দখল ও যুদ্ধাস্ত্র বিক্রয় অপরিহার্য হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের ধর্মীয় বিভাজন কাজে লাগানো একটা মক্ষম ও লোভনীয় কৌশল।
উপরোক্ত দুটো লক্ষ্য হাসিলের উদ্দেশ্যে প্রথমে পাকিস্তানকে ব্যবহার করা হয় তালেবান সৃষ্টির জন্য। অত:পর আফগানিস্তানকে ব্যবহার করা হয় তালেবান ও আলকায়দা লালন পালনের জন্য। এখন ইরাক, সিরিয়ার তেলক্ষেত্র ক্ষুদ্র, ক্ষুদ্র গোষ্ঠীর হাতে দেয়ার জন্য ইসলামী স্টেটের নামে আই এস যুদ্ধ। কুয়েত, গাল্ফ স্টেটের তেলক্ষেত্র হতে খুব সহজে তেল নেয়া যায়; যেমনটা সম্ভব হয় না ইরাক, সিরিয়া বা ইরানের মত সংগঠিত রাষ্ট্রের কাছ হতে।
©somewhere in net ltd.