![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহা ধুমধামে সিটি করপোরেশনের ভোট মহাযুদ্ধ শেষ হলো; মেয়র নির্বাচিত হলেন। ১৮/ ২৩ লক্ষ ভোটারের একজন মেয়র; তিনি সবার অভাব অভিযোগ শুনবেন এবং প্রতিকার করার চেষ্টা করবেন। দিনে একহাজার ভোটারের আবেদন শুনলে; একলাখ আবেদন শুনতে লাগবে ১০০ দিন এবং সবার আবেদন একবার করে শুনতে লাগবে ১৮০০ বা ২৩০০ দিন। পাচ বছরে মেয়র পাবেন ১৮২৫ দিন। সুতরাং ঢাকা উত্তরের একজন ভোটার পাচ বছরে একবার কথা বলার সুযোগ পেতে পারেন। কিন্তু দক্ষিণের ভোটারের সে সুযোগ সবার নাও হতে পারে।
এই হিসেব বলে দেয় আমাদের গণতন্ত্রে প্রতিনিধির সাথে নাগরিকের সম্পর্ক। তাই ভোট শেষ হলে প্রতিনিধি লাপাত্তা থাকেন। সমস্যা সমাধান দূরে থাক; দেখা পাওয়া ভার।
এর বিপরীতে যদি ৫০০০ ভোটারের ভোটে একজন মহল্লা প্রতিনিধি নির্বাচিত হন; তা হলে লাখে ২০জন করে ১৮/ ২৩ লাখ ভোটারের ৩৬০/৪৬০ জন প্রতিনিধির একটা সংসদ গঠিত হতে পারে। আত:পর তাদের ভোটে মেয়র নির্বাচিত করা যায় এবং সংসদ সদস্যদের (৩/৫) নিয়ে এক একট বিষয়ের ( পানি, বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি) জন্য সংসদীয় কমিটি করা যায়। এভাবে এলাকার ভোটারদের মতামত ও অংশগ্রহনে সমস্যা মোকাবেলা করার পদ্ধতি সৃস্টি করা যায়এবং এটাই অংশগ্রহনমূলক গণতন্ত্র।
©somewhere in net ltd.