নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিক এর বাংলা ব্লগ

মেঘনা পাড়ের ছেলে

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত

মেঘনা পাড়ের ছেলে › বিস্তারিত পোস্টঃ

মাত্র দশমিনিটে তোলা এই ছবি সিরিজ (শততম পোষ্ট)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

পাঠক চমকিত, অাশ্চর্য্যান্বিত, আশান্বিত, বিরক্তিত বা ইচ্ছামত অন্যকিছু হতে পারেন, তবে নিশ্চিত করছি ছবিগুলি মাত্র ১০ মিনিট দাঁড়িয়ে একই স্থান থেকে একই সময়ে তোলা। শুধু ছবিগুলির উপরই চোখ না বুলিয়ে ক্যাপশনগুলিও পড়ে দেইখেন, সাথে সবশেষের কৈফিয়তটাও।


একজনের সফলতা দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়, কয়েকদিনের মাঝেই কয়েকটা গ্রুপ কমবেশী সফল হয়েছেতো তাই.....




সরকারী চাকুরীতে প্রবেশের সীমা ৩৫ বছর করার্থে অবস্থান, তুলনামূলক একটা গ্রাফচিত্রও আছে অন্য একটা ব্যানারে...




উনাদের দাবী যে কি তা আমার বোধগম্য হলো না। তবে একজন যেহেতু স্মার্টফোনে ব্যস্ত, তার মনে হয়না কোন দাবী অাছে....




'অন্যদের'কে (নির্দিষ্ট একটা শ্রেণী, যাদের অনুভূতি প্রবল) দেখতে দেখতে নতুন করে উনাদেরও অনূভুতিতে লাগছে, তাই প্রতিবাদ.....নাহলে সম্মান থাকে না যে...




সাহস করে কাউকে জিজ্ঞেস করতে পারিনি যে, আপনাদের দাবীটা কি ?




যাঁরা দাবী জানাতে এসেছেন, আমি নিশ্চিত তাঁরা জানেন না তাদের দাবীগুলি কি ?




এখানে দাবী জানাতে আসা সকলের মাঝে সবচাইতে পুরোনো,এরা সফল হবার সম্ভাবনা অন্যদের চাইতে বেশী। আমাকে ছবি তুলতে দেখে সবাই সুন্দর করে শোয়ার চেষ্টা করলেন, এমনকি একজন অারেকজনকে সচেতনও করলেন।


কৈফিয়ত:
বাসার অবস্থানগত কারনে এই দৃশ্য আমার প্রতিটি সকাল-সন্ধ্যার। তবে শুক্রবার পরিস্থিতিটা স্বাভাবিকের চাইতে কয়েকগুন বেশী হয়ে যায়। বছরের পর বছর পেরিয়ে আমাদের কোন সমস্যা হয়না, তবে অতিথিরা মাইকের ঝালাপালায় মাঝে মাঝেই অনুযোগ করেন। প্রতিদিন যেভাবে ঐশ্বরিক নির্লিপ্ততায় এই স্থান পেরিয়ে যাই তা আজ বন্ধের দিন হওয়াতে হয়নি। সবাই হাই ভলিউমে মাইক বাজিয়ে নিজের বক্তব্য দিচ্ছেন। অামি বা অন্য দর্শক/শ্রোতারা মনে হয়না তাঁদের মিশ্রিতকথামালা সামান্যটাও বুঝেছি। তাই তাঁদের ব্যানার-ফেষ্টুনই শেষ ভরসা। দেশে কথাবলার স্বাধীনতা নাই বলে যাঁরা উচ্চকিত, তাঁদেরকে দশমিনিট এখানে অবস্থানের অনুরোধ রইলো। এই পোষ্ট কারও অনুভুতিতে লাগবেনা সেটা আসা করছি। প্রস্তাবিত নতুন সাইবার ডিজিটাল অাইন আমি এখনও পড়ে দেখিনি, তাই আমি সেটা থেকেও মুক্ত থাকার দাবী জানাতেই পারি। আমার এই কথাটাকি অাবার অবমাননা হয়ে যাবে নাকি ?

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শততম পোস্টের জন্য অভিনন্দন নিন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ, তবে পোস্টের কন্টেন্ট সম্পর্কেতো কিছু বললেন না, গিয়াসলিটন ভাই........

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

বিজন রয় বলেছেন: পেসক্লাব!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যাঁ, প্রেসক্লাব......

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১

আবু তালেব শেখ বলেছেন: একদিনে একি পোস্ট দুইবার করলেন কেন? আগের পোস্টে আমি কমেন্ট করেছিলাম

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: স্যরি, আপনি কমেন্ট করেছিলেন ? আমিতো সেটা ড্রাফটে নিয়ে গিয়ে একটু চেঞ্জ করে এই পোস্টটি দিলাম.......

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


সরকারের সাথে সমস্যা নিয়ে আলাপ করার সুযোগ সরকার রাখেনি কোন সময় বাংলাদেশে; তাই অরাজকতা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পারফেক্ট........এটাই সত্যি............

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১১

বিএম বরকতউল্লাহ বলেছেন: সুক্ষ্ণ বিষয়গুলো আপনার নজর এড়াতে পারেনি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আপনিও কিন্তু পোস্টের মূল বিষয়টির দিকেই লক্ষ্য করেছেন............

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২০

কালীদাস বলেছেন: একশ পোস্টের শুভেচ্ছা !:#P

আন্দোলন কয়েকটা সমর্থন করার মতই। তবে আন্দোলনের ধরণ পাল্টানো উচিত। শব্দদূষণ বা রাস্তার সবকিছু ভাংচুর করে করা আন্দোলনগুলোর কথা বলছি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ। হ্যাঁ, কয়েকটা সমর্থনযোগ্য। উনারা শব্দদুষণই শুধু করছেন, এখন পর্যন্ত্য ভাংচুর করেন নি..........

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩০

জাহিদ অনিক বলেছেন: শততম পোস্টের জন্য অভিনন্দন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ। তবে পোস্টের কন্টেন্ট বিষয়ক কিছু ফিডব্যাক পেলামনা যে.............

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
২০০৮ থেকে এক যুগ পার হওয়ার পর... এই নির্বাচনী বছরে দাবীর ভান্ড নিয়ে রাস্তায়....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দেখেন না, তারপরও বলে কেউ নাকি মত প্রকাশ করতে পারেনা...............

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: প্রেস ক্লাবে এত এত সমাবেশ, মানব বন্ধন--- আসলে কি কোনো কাজ হয়?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যাঁ, করার মত করতে পারলে কাজ হয়। এই বান্দা সাক্ষী। আমার বাসার সামনে প্রেসক্লাব, পিছনে ঢাকা রিপোর্টারস ইউনিটি, তাই অনেক অভিজ্ঞতা ভাই..........

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

নূর-ই-হাফসা বলেছেন: প্রেসক্লাবের সামনে গেলে রোজ কোন না কোন মানববন্ধন কিংবা অনশনে আন্দোলন দেখা যায় ।
নিজ বিষয়ের ব‍্যাপার না হলে হয়তো কেউ তেমন নজরে নেয় না ।
তবে আন্দোলন জিনিস টা মজা আছে , একবার একদিন ছিলাম কয়েক বছর আগে । অন্য রকম উত্তেজনা কাজ করে ।
শুভেচ্ছা শততম পোষ্ট এ ।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দু:খিত দেরীতে উত্তর দেবার জন্য। অনেক অনেক ধন্যবাদ

১১| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: অভিনন্দন ভাইয়া!!!!!!

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অভিনন্দন তোমাকেও আপি

১২| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৯

মলাসইলমুইনা বলেছেন: মাত্র একাত্তুরটা পোস্ট পেছনে আছি | এই ধরলাম বলে ! শততম পোস্টের শুভেচ্ছা অনেক অনেক |

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: নাইমুলইসলাম, আপনার নিকটা উচ্চারন আসলেই কঠিন। শুভকামনার জন্য অনেক ধন্যবাদ।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৫

আখেনাটেন বলেছেন: হা হা হা; এ জায়গাতো দেখছি বিনুদুনের একশেষ।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৫২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যাঁ, বিনোদন আনলিমিটেড। তবে বর্তমানে প্রেসক্লাবের সামনের রাস্তা কাটাকুটির কারনে কেউ অবস্থান নিতে পারছে না।

১৪| ১২ ই মে, ২০১৮ সকাল ১০:৫৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: বিনোদন বটে।

২৪ শে মে, ২০১৮ রাত ১২:২৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আসলেই বিনোদন আনলিমিটেড

১৫| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: এখন আন্দোলন গুলোও অনেকটা লাভ ক্ষতির হিসেবে লোক দেখানো হয়ে গেছে। রাস্ট্র ব হু সমস্যায় জর্জরিত। সুশাসনের অভাবের ফলে শোষক শ্রেনী প্রান্তিক জনতাকে চুষে খাচ্ছে, আম জনতা হয়ে গেছে গিনিপিগ। এসব ছোট ছোট সমস্যা নিয়ে আন্দোলন না করে সুশাসন ও পুরো সিস্টেমটার পরিশুদ্ধকরনের জন্য সামগ্রিকভাবে কিছু করলে তাহলে কাজে দেবে। নতুবা এসব শুধু লোক দেখানো কাজে ফাকি দিয়ে পিকনিক আর কি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.