নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান প্রযুক্তি ও মুক্তচিন্তা

জাগো বাহে কোনঠে সবাই

মোঃ মুশফিকুর রহমান

সোজা কথা বলো সোজা চলো

মোঃ মুশফিকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে বাংলা লেখা যেভাবে আরো সুন্দর দেখা যায়!!!

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:১৭

যারা জানেন লেখাটি তাদের জন্য নয়। যারা বাংলা লেখাটা সুন্দর করে দেখতে পরচ্ছেন না তাদের জন্য আমার এ লেখা। মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রমে যারা ব্যবহার করেন তাদের জন্য।

মজিলা ফায়ারফক্স এর ক্ষেত্রে:

মজিলার মেনুবার থেকে টুলসে যেয়ে অপশনে ক্লিক করতে হবে। তারপর নিচের পেউজটি আসবে



উপরের ছবির মত করুন। ডিফল্ট ফন্ট সাইজে সোলাইমান লিপি সিলেক্ট করুন। আর ফেসবুকের পেজে দেখুন ঝকঝকে বাংলা লেখা!!!

লেখাগুলো কি সাইজে ছোট দেখাচ্ছে? কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে প্লাস চিহ্ন চাপুন। মাইনাচ চাপলে আবার ছোট হবে।

মজিলা ফায়ার

গুগল ক্রমের এর ক্ষেত্রে:

এড্রেস বারের ডানপাশে তিনটা দাগ মত চিহ্ন আছে (কারসার নিয়ে গেলে কাস্টমাইজ এন্ড কন্ট্রল গুগল ক্রমে) লেখাটি ভেষে উঠবে সেখানে ক্লিক করলে একটি লিষ্ট দেখাবে সেখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর নতুন টেবে একটি নতুন পেজ আসবে সে পেজের একেবারে নিচে শো এডভান্স সেটিং এ ক্লিক করতে হবে। তারপর ওয়বে কন্টেট এর কাষ্টটমাইজ ফন্ট এ ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু আসবে সেখান থেকে Sans-serif font সোলেমান লিপি সিলেক্ট করতে হবে।

তারপর দেখুন ঝকঝকে বাংলা লেখা।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৭

এন ইউ এমিল বলেছেন: chorom er ta bolen

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৪০

মোঃ মুশফিকুর রহমান বলেছেন: ভাই উত্তরটা দিয়েছি লেখাটা আবার পড়ুন

২| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৫

সায়েদ রিয়াদ বলেছেন: সোলেমান লিপি থেকে সিয়াম রুপালি ভালো । WESTERN এ সিয়াম রুপালি দিয়ে দেখুন । সব ঝকঝকে বাংলা ।

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৭

মোঃ মুশফিকুর রহমান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.