![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চাচা নূরান। আমার জানা মতে সে এক সাধারন মানুষ। সাধারন মানুষের মত দোষ ও গুনের অধিকারী। কিন্তু তার লাশ প্রমান করে তিনি সাধারন ছিলেনা। তার দুটি চোখ নেই'' লিঙ্গ নেই" মাথায় হাতুড়ির আঘাত" শরীরের অনেক জায়গায় ক্ষত। এই নির্মমতা কি প্রমান করে তিনি অসাধারণ অথবা খারাপ লোক ছিলেন? যার বাবা সারা জীবন মসজিদে ইমামতী করেছেন যার ভাইয়েরা সমাজের আর দশটা মানুষ থেকে ভাল মানুস হিসেবে জীবন যাপন করে তাঁর (নূরান) নিজের জীবন যাপনও প্রমান করে সে একজন ভালো মানুষ ছিলেন। তাহলে কি এমন অপরাধ ছিল তাঁর? কেন এই নিষ্ঠুরতা কেন এই বর্বরতা? নূরান চাচার সংসারে তেমন আর্থিক সচ্ছলতা ছিলনা।অটোরিকশাও চালিয়েছেন। মৃত্যুর পর তার স্ত্রী চার বছরের সন্তানকে নিয়ে চলে গেছে বাপের বাড়ি। শুনতে সাধারন মনে হলেও এটা একটা করুন চিত্র। বিনা অপরাধে এমন করুন নির্মমতা সমাজ কে সভ্যতাকে ঠেলে দেয় ধ্বংসের মুখে। তার এই বিভৎস মৃত্যু কি সমাজকে দেবে না নাড়া? মানুষ কি সোচ্চার হবে না?
জাগো বাহে
©somewhere in net ltd.