![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ তা'য়ালা রোযা ফরজ করেছেন বহুবচনীয় শব্দ দিয়ে। আস সিয়াম অর্থ রোযা সমুহ, তার এক বচন হলো আস সাওমু রোযা।
বহুবচনীয় শব্দ ব্যাবহারের দূটি ব্যাখ্যা হতে হতে পারে।
১। রোযা পালনের এই ফরজিয়্যাত এক মাস ব্যাপী বিসৃত থাকবে।
২। রোযা মানেই শুধু স্ত্রী সহবাস আর পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বহুবচনীয় শব্দ সিয়াম দ্বারা মানব জীবের প্রতিটি অঙ্গের উপর রোযা আবশ্যক করা হয়েছে।
যেমনঃ-*চোখের রোযা হচ্ছে অপাত্রে দৃষ্টিপাত থেকে বিরত রাখা।
*কানের রোযা হচ্ছে অশ্লীল গান বাদ্য,গিবত, ও পরনিন্দা থেকে বিরত রাখা।
*মস্তিস্কের রোযা হচ্ছে খারাপ,ও দুষ্ট চিন্তা থেকে বিরত রাখা।
*জবান বা জিহ্বার রোযা হচ্ছে, মিথ্যা,পরনিন্দা,চোগলখোরি ইত্যাদি থেকে বিরত রাখা।
*নফসের রোযা হচ্ছে দুনিয়ার
লোভ, হিংসা বিদ্বেষ এবং কূ প্রবৃত্তি থেকে বিরত রাখা।
*তদ্রূপ হাত ও পায়ের রোযা হচ্ছে অন্যায় অপকর্মে এগুলো ব্যাবহার না করা।
মোটকথা একজন নগন্য গোলাম হয়ে মাওলার নিকট নিজেকে এমন ভাবে তুলে ধরা যেন ব্যাক্তি স্বত্বা বলতে কিছু নেই আল্লাহ পাকের ইশারাতেই আমার প্রতিটি অঙ্গ-প্রতঙ্গ নিয়ন্ত্রিত হচ্ছে।
এর নামই হচ্ছে রোযা।
প্রভু...........!!!রহমতের দশদিন শেষ হয়েছে জানিনা কতটুকু রহমত নসিবে জমা হয়েছে।
শুরু হয়েছে মাগফিরাতের দশদিন।
আমাদের কে মাগফিরাত থেকে বঞ্চিত করোনা
©somewhere in net ltd.