নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

''অভাগা যেখানেই যায় সেখানেই নদীর জল শুখাইয়া যায়''

কথাটা কোথায় যেন শুনেছিলাম বা পড়েছিলাম ঠিক মনে করতে পারছিনা।

তবে এটা সত্যি কথাটা আমার পুরোই বিশ্বাস হয়।

কলেজে পড়ার সময় স্যার বলতেন ভাল ভাবে পড় না হলে এ প্লাসের মুখ দেখতে পাবেনা। স্যারের কথা মতো মন দিয়ে পড়লাম এ প্লাস পেলাম।তারপরও পড়াশুনা বন্ধ করলামনা,দিন রাত পড়লাম আশা ছিল বুয়েট এ চান্স পাব। বুয়েট ভর্তি পরীক্ষার সার্কুলারের জন্য অপেক্ষায় ছিলাম।

নতুন নিয়ম হল ২০ পয়েন্ট যাদের আছে তারা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

আমি বাদ পড়ে গেলাম কারন আমার ছিল ১৯ পয়েন্ট।

তারপরও আশাহত হলাম না,আরও কয়েকটি ভর্তি পরিক্ষা দিলাম ভাঙ্গাচুরা এক জায়গাতে শেষ পর্যন্ত চান্স পাইলাম। ক্লাস শুরু হতে অনেক দেরি হচ্ছিলো,এই সময়ে

এক মেয়েকে খুব ভাল লাগতে শুরু করল । মেসেজ চালাচালি হতো প্রতিদিন কমপক্ষে ১০০।

একদিন বললাম ভাল লাগার কথা,তারপর আর খবর নাই।

কিছুদিন পর দেখি আরেক জনকে নিয়া ঘুরতাছে।

কিছুই বলি নাই,শুধু মেসেজ করে বলে দিলাম ''খুবই উত্তম কাজ করছেন আপনি,আপনাকে আমার দরকার নাই আমি একজন নতুন সুন্দর গার্ল ফ্রেন্ড পাইছি''।

সেও এটা বিশ্বাস করে পটল তুলল।

বাদ দেই এসব কথা বলে লাভ কি,সে তো আর ফিরে আসবে না।

এই অভাগার কাছে আসবেই বা কে ?

তারপরও অপেক্ষা করি দেখি আমার মতো আরেক জন অভাগা জীবনে আসে কিনা,যে আমাকে বুঝতে পারবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.