নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

আম চুরি

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

মাথার ভিতর দুইটি পোকা ।

একটি ভালো একটি খারাপ।লজিক অনুযায়ী

ভালোর বিজয়ী হবার কথা খারাপের হারার কথা,

কিন্তু খারাপের বিজয় হল।

খারাপ কাজের মধ্যে এক রকম মজা আছে।

কারো গাছ থেকে আম চুরি করা ভালো কাজ না।

চাচার ২৩ টা আম গাছ আছে।

সিদ্ধান্ত নেয়া হল রাত ২ টায় আম চুরি করা হবে।

ওনার কাছে বললে উনি না করবেন না ।

তবুও ওনাকে

না বলে কাজ করার সিদ্ধান্ত নিলাম।

আমিতো স্বপ্নে দেখা শুরু করলাম আমি গাছ

থেকে আম নিচে ফেলছি আর সহকারী চোর আম

কুড়াচ্ছে।

রাত ৯ টা বস্তা রেডি সাথে লবন মরিচও রেডি।

শুধু রাত ২টা বাজার অপেক্ষা। অপেক্ষার সময় যেন

শেষই হয়না।

অবশেষে কিছু সময় ঘুমিয়ে মিশনে নামার সিদ্ধান্ত নিলাম।

অ্যালার্ম দেয়া হল রাত ১ টায়।

ঘুমের মধ্যে দেখলাম আম চুরি করে আমি একটি মেয়ের কাছে নিয়ে এসেছি।

মেয়েটি কাঁচা আমের ভর্তা নিজ হাতে বানিয়ে আমার মুখে তুলে দিচ্ছে।

স্বপ্নের শেষে উঠে ঘড়িতে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে।

আমাদের প্ল্যান মাঠে মারা গেল। পরের দিন রাতে আমরা চুরি করবো বলে ঠিক করলাম।



পুনশ্চঃআম শেষ পর্যন্ত চুরি করা হয় নাই। আমি ঢাকা চলে আসছিলাম। অন্যরাও আমি ছাড়া কাজে নামার আগ্রহ পায়নি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.