নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

ক্ষমার অযোগ্য ভুল

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

ঢাকার মাটিতে নতুন। এখানের সব মানুষগুলো কেমন যেন।

এখনো ঠিক বুঝতে পারছি না। কাওকে বেহায়া,কাওকে নির্লজ্জ মনে হচ্ছে।

নির্লজ্জ না হলে কেও মেয়েদের সাথে এভাবে চলা ফেরা করে?

তাও আবার হাত ধরে !

শুনছি মেয়ে ছেলেদের মধ্যে একেক রকমের সম্পর্ক আছে। কেও শুধু বন্ধু কেও বয় ফ্রেন্ড।।

হয়তো একেই আধুনিকতা বলে। আমাকে আধুনিক হতে হবে এই চিন্তাটা সব সময় মাথায় কাজ করে।

মেয়ে বন্ধু ছাড়া কি আধুনিক হওয়া যায়?

অসম্ভব...

মেয়ে বন্ধু থাকতেই হবে

মেয়ে বন্ধু ঠিক করতে হবে। মিডেল ক্লাসের মেয়ে খুঁজছিলাম।

পেয়েও গেলাম।

খুবি ভদ্র । আমরা মাঝে মধ্যে একসাথে ঘুরতে বের হই।

খারাপ কাটছিলনা একদম।

দিনে একবার কথা না বললে শান্তি পেতাম না । আমার অবস্থা

মেয়েটিকে বুজতেও দিলাম ।

সাড়া দিল,আমিতো মহা খুশি । মনে হচ্ছিলো আকাশ হাতে পেয়েছি ।

ওর সব কিছুই আমার ভালো লাগে। হাটা কথা হাঁসি সব ।

প্রতিজ্ঞা করলাম একসাথে থাকবো সব সময়।

হঠাৎ মাঝে নাহিদ নামে এক উটকো ঝামেলা আসলো কোথা থেকে কে জানে ।

মুনিয়ার সাথে ওকে কথা বলতে দেখলেই কেমন যেন গা জলে।

পহেলা বৈশাখে নাহিদের সাথে মুনিয়াকে দেখে মেজাজটাই গরম হয়ে গেল। রাগ ধরে রাখতে পারলাম না।

মুনিয়ার হাত ধরে টেনে নিয়ে আসলাম ।

আসলামতো আসলামই তাই বলে একে বারে বাসর ঘরে ? ছি আমি একি করলাম ?

অন্তত মাকে বলা উচিৎ ছিল ।

এই অপরাধবোধ নিয়ে কিভাবে চলব ?

নতুন জিবনের শুরুই করলাম ভুল দিয়ে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.