নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

দ্বিধাগ্রস্থ আমি

০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৩

কিছু মানুষ আছে যারা হাজার চেষ্টা করেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা।

এরা সময় অসময়ে সিদ্ধান্ত পরিবর্তন করে।

ভুলের কারনে অনেক সময় হোঁচট খেতে হয় সব চেয়ে বেশি এদের।

যেমন একটা সার্ট কিনবে দামাদামি করার পর এদের মনে হয় এটা মনে হয় আমাকে মানাবেনা।

কোন ভাবে যদি কিনেও ফেলে বাসায় আসার পর মনে হয় এটা না কিনে ওটা কিনলে ভালো হতো।

আমি এদের প্রথম শ্রেণীর গাধা বলবো।

কারন অনেক সময় সিদ্ধান্তহীনতার কারনে এদের পাসের মানুষগুলো কষ্টে ভুগে।

এদের কখনো ভালো বন্ধু থাকে না,

সব সময় একা নিরবে থাকতে ভালবাসে।

বন্ধু যদি থাকেও তারা তাদের স্বার্থর জন্য থাকে।

এই স্বভাবের মানুষের একটা ভালো দিক হল এরা যদি কোন দিন কোন কাজ সাহস নিয়ে করে ফেলে তাহলে এদের সফলতা মোটামুটি নিশ্চিত থাকে।

এরা প্রচুর মেধাবী কিন্তু মেধার ব্যাবহার জানে না।

এই শ্রেণীর মানুষ আমি খুবি অপছন্দ করি বিধায় এই পর্যন্ত নিজেকে ভালবাসতে পারলাম না।

কারন আমি নিজেই এই শ্রেণীর মানুষ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৮

মশিকুর বলেছেন:
গাধা উপকারি প্রাণী। ত্যাড়া টাইপের তো তাই সফলতা নিশ্চিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.