নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

নোয়াখালীর স্বপ্ন

২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৩৪

নাম কি?

-পোকা বাবা।



এটা কোন নাম হল?

আর কোন নাম নাই?

-আছে,তবে সেটা বলে কেও ডাকে না।

ডাকলেও কেও চিনে না।

তাই বাবা মা ও পোকা বাবা বলে ডাকে।



ভাল নাম কি?

-মোহাম্মাদ রাকিবুল ইসলাম।



তাহলে সবাইকে এই ভাল নামে ডাকতে বলবে।

-জি ভাইজান বলমু,তবে এই নামে কেও ডাকবো না।



কেন?

-ছোট বেলায় সাঁতার পারতাম না। আমের পোকা খেলে নাকি সাঁতার শিখা যায়। তাই নিজ ইচ্ছায় অনেক পোকা খাইতাম। অনেক সময় অনেকে ডেকে পোকা দিতো,পানি দিয়ে গিলে খেয়ে ফেলতাম।



ঘেন্না লাগতো না?

-লাগলেও কিছু করার ছিল না,সাঁতার শিখতে হলে পোকা খাইতেই হয়।



এখন তোমাকে পোকা দিলে খাইতে পারবা?

-পারবনা কেন! এক হাজার বার পারবো।



রাকিব তোমার এই নামে ডাকা আসলেই ঠিক হবে না।

-কেন ভাইজান?



কারন নাই,আমি তোমাকে পোকা খাউক্কা বলে ডাকবো। রাগ করবা নাতো?

-কিজে বলেন ভাইজান ,আমি হইলাম পিউর নয়াখাইল্লা।আপনি এখানে মেহামান হিসাবে আসছেন। আমাকে যা ইচ্ছা বলে ডাকতে পারেন। আমি কিছু মনে করবো না।শুধু আমার দিকে একটু নেক নজর দিয়েন।আপাতত ১০ টাকা দিলেই হবে।



নেক নজরের সাথে ১০ টাকার কি সম্পর্ক?

-বুজবেন না আপনি,ঝটপট টাকা বাইর করেন।

নইলে হাত পা বাইন্ধা গান্ধি পোকা খাওয়ামু।

মুখের ভিতরে দেয়ার পর পুস করে আপনার মুখে গন্ধ ছাড়বো,

আপনার নিশ্চয় সেটা ভাল লাগবে না। সময় থাকতে টাকা বাহির করেন।



টাকা দিবো না পারলে পোকা খওয়া পোকা খাউক্কার বাচ্চা।

আরে আরে পোকা খাউক্কা দেখি সত্যি সত্যি দড়ি নিয়ে আসছে।

আমি বুজতে পারছি আমার এখান থেকে চলে যাওয়া উচিৎ কিন্তু মনে হচ্ছে কে যেন আমাকে পিছন থেকে জামা ধরে রেখেছে।

চিৎকার করে বলে উঠলাম ''জামা ছাড় হারামির বাচ্চা ছাড়''

এমন সময় মুখে পানির ছিটা পড়ল।

চোখ খুলে দেখি আমার চারপাশে আমার হোস্টেলের ৭-৮ জন ফ্রেন্ড আমার দিকে তাকিয়ে হাসছে।

এটা একটা দুঃস্বপ্ন ছিল বলে আমিও সস্তির নিঃশ্বাস ফেললাম।

এখন মনে হচ্ছে পোকা খাওয়া থেকে বাঁচা বেশ আনন্দের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.