নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

ছ্যাঁকা সমাচার

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:০৯

১ম ছ্যাঁকাঃ-



মার মার কাট কাট অবস্থা।জীবনে কম মেয়ের পিছনে ঘুরি নাই,ছ্যাঁকাও কম খাই নাই। ছোট বেলায় আমার এক চাচাতো বোনকে খুব ভালো লাগতো।আমি তাকে বউ বলে ডাকতাম।একটুও রাগ করতো না সে।উল্টো আমাকে কোলে নিয়ে ঘুরতো। কিন্তু আমি যখন ক্লাস ওয়ানে উঠলাম তার বিয়ে হয়ে গেল। খেলাম জীবনের প্রথম ছ্যাঁকা। ছ্যাঁকা খেলেও আমি কিন্তু বেঁকা হই নাই।

বিয়ের দিন আপুর কোলে হিসু করে প্রতিশোধ নিয়েছি। দুলাভাই বেচারাকে মাফ করে দিয়েছিলাম।

কারন বিয়ের দিন তিনি আমার কাছে মাফ চেয়ে বলেছেন ''শালা তোমার বউকে নিয়ে গেলাম রাগ করোনা।''

সাথে একবক্স চকলেট ঘুস দিয়েছিল। এমন মানুষের উপর রাগ করা যায়?



২য় ছ্যাঁকাঃ-



তখন ক্লাস থ্রি তে পড়ি।পাশের ফ্ল্যাটের এক আপুকে খুবই ভালো লাগতো।আমাদের স্কুলের কলেজ শাখায় তিনি পড়তেন। আমার ক্লাস সকাল ১০ টায় ছুটি হয়ে গেলে আপুর কাছে তার ক্লাসে বসে থাকতাম। বেশী দিন বাঁচলনা আমাদের প্রেম। আপুর ইন্টার পরিক্ষাতে ফেল করার পর তার বিয়ে হয়ে গেল। শ্বশুর বাড়িতে যাবার সময় আমাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে কান্নাকাটি করে চলে গেলেন। আমিও অনেক কেঁদেছিলাম তার জন্য। সেদিন আমার গায়ে একটা লাল সার্ট সাথে কাল হাফ পেন্ট পরা ছিল।

সেদিনের কথা আজও আমার মনে আছে। এটাই হল আমার দ্বিতীয় ছ্যাঁকা।

এই আপু এখন তার স্বামীর সামনে যখন আমাকে তার প্রথম স্বামী বলে আমার লজ্জায় মুখ লাল হয়ে যায়।

আমার গায়ের রঙ ময়লাতো তাই চেহারা লাল হয়ে গেলেও কেও বুঝে না।



টেলিটক থ্রি জি ছেঁকাঃ-



এই ছ্যাঁকা কতবার খেয়েছি হিসাব করেও বলতে পারবোনা। এমনও দিন কেটেছে যেদিন ৩০-৪০টা ছ্যাঁকা খেয়েছি।

বাসে উঠেছি একটা সুন্দর মেয়ে চোখে পড়ল,মেয়েটাকে নিয়ে কল্পনার রাজ্যে চলে গেছি।এমন সময় মেয়েটা বাস থেকে নেমে গেল।খেয়ে গেলাম ছ্যাঁকা।

রিক্সা দিয়ে কোন মেয়ে যাচ্ছে খুব ভালো লাগলো,একটু পর মেয়েটা সামনে নাই।খেয়ে গেলাম ছ্যাঁকা।

এভাবে প্রতিদিনই অসংখ্য ছ্যাঁকা কপালে জুটতো।মনে হতো যেন ছ্যাঁকার বাঁধ ভেঙ্গে গেছে। বাংলা ছিনেমার মতো কেও ফিরে এসে জড়িয়ে ধরে নাই।



বর্তমানঃ-



এখন আর ছ্যাঁকা খাইনা। সকাল বিকেল বকা খাই। তাও এক পিচ্চি মেয়ের কাছে। বাসায় আসতে একটু দেরি হলেই বকা শুরু।বকার সাথে হাজার প্রশ্ন এতো দেরি করলে কেন?আমার জন্য এটা এনেছ ওটা এনেছ? ইত্যাদি। যদি না আনি রাগ করে কথা বন্ধ।

এই পিচ্চিকে মাত্র স্কুলে ভর্তি করেছি।

আজব বেপার হল এই পিচ্চি মেয়ের শাসন আমার একদম খারাপ লাগেনা।

আরেকটা ভয়ংকর কথা হল এই মেয়েকে আমি আম্মু বলে ডাকছি।



উফ একটা কথা বলতে ভুলে গেছি।আমাকে যে মানুষটি ছ্যাঁকা খাওয়ার হাত থেকে বাচিয়েছে তাকে ধন্যবাদ। পরী বললে তার সুন্দর চেহারাকে খাট করা হবে তাই বললামনা। মানুষটির নাম বলবনা তবে একটা ক্লু দিবো '''সে পর্যায় সারণীর সবচেয়ে বিষাক্ত মৌল'''।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.