নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

আত্ত বিশ্লেষণ

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৫


মনের ভিতরে দুটি সত্তা, একটা ভাল একটা খারাপ।
খারাপটা বেশী সক্রিয়,ভালটা প্রায় সময়ই ঝিম ধরে বসে থাকে।
এই ভাল খারাপ দুইটার কর্মকান্ডই প্রকাশিত হয় আমাকে দিয়ে।
যেমনঃ আজ সকালে ঘুম থেকে উঠলাম ৬ টার দিকে,ফজর মিস।
যখন আব্বু ফোন দিয়ে জানতে চাইলেন "নামাজ পড়ছ বাবা?"
------জী আব্বু্‍ , নামাজ ৫ টা ২০ মিনিটে ছিল। ঘুম থেকে উঠে দেখি ৫ টা ১৯ বাজে,তখন ব্রাস না করেই তাড়াতাড়ি গন্ধ মুখেই নামাজে চলে গিয়েছি।
""খুবই উত্তম কাজ করছ বাবা ,আমি অনেক খুশী হইছি""
-----আব্বু একটা কথা ছিল।
""বল বাবা""
-----শুনছি রাতে ঘুমাইলে শয়তান নাকি মুখে পিসাব করে ,তাই মুখ গন্ধ হয়ে যায়।এই পিসাবের গন্ধ নিয়ে নামায পড়ছি নামায হবে?
""তুমি আতি কথা বল বাবা ,আমি এখন রাখলাম।
----জি আব্বু।
আমি জানি আমার আব্বু এর উত্তর খুজে পাচ্ছিলেন না ,তাই তিনি ফোন রেখে দিয়েছেন।

উফ পিছন থেকে আমার ভাল সত্তা চিমটি দিয়ে পিঠ লাল করে দিচ্ছে।
ঘেনঘেন করে বলছে "তোর এসব মিথ্যা বলা উচিৎ হয় নাই"...
এই ভাল সত্তাটা একটু লেডিস টাইপের খালি চিমটি মারে ,আর ঘেনঘেন করে।
এই দুই সত্তা কখনোই কোন বিষয় নিয়ে একমত হয় নাই তোমার বিষয়টি ছাড়া। দুইজনই চায় তুমি মনের নিয়ন্ত্রন গ্রহন কর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.