নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

কিছু সময় তুমি আমি

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৫

যদি বলি ভালোবাসি,মুখ ফিরিয়ে নিবে?
নাকি হাত ধরে বলবে "চল একটু নিরবে হাটি"।

প্রচন্ড বৃষ্টি,দুইজনের হাতে দুই ছাতা।
দুই ছাতার নিচেই দু-জন চলবো?
নাকি তুমি হাত ধরে বলবে,"আস এক ছাতা নিয়েই হাটি।

প্রচন্ড গরমে ঘামে ভিজে তোমাকে দেখতে এলাম।
দেরি বলে বকাঝকা শুরু করবে?
নাকি ওড়না দিয়ে মুখ মুছে দিতে দিতে বলবে "অনেক কস্ট হয়েছে বুঝি..",
সাথে মায়া জড়ানো হাসি।

হাতে সময় কম,তাড়াতাড়ি যেতে হবে।
এসেই চলে যাবে?
নাকি বলবে " কিছু সময় বসি"।

প্রচন্ড মন খারাপ তোমার,আসলাম আমি।
আমার উল্টাপাল্টা কথায় রেগে যাবে?
নাকি আদরি গলায় ধমকে বলবে "বস এখানে,তোমার কাধে মাথা রাখি"।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩

নকি৬৯ বলেছেন: কোথায় যেন নিজেরে খুজে পাচ্ছিলাম.............

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

দৃষ্টির সীমানায় বলেছেন: খুঁজে দেখুন ভাল করে,আপনাকেই পেয়ে যাবেন।

২| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

দীপংকর চন্দ বলেছেন: প্রচন্ড বৃষ্টি,দুইজনের হাতে দুই ছাতা।
দুই ছাতার নিচেই দু-জন চলবো?
নাকি তুমি হাত ধরে বলবে,"আস এক ছাতা নিয়েই হাটি।


ভালো লাগলো।

শুভকামনা। অনিঃশেষ।

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৪

দৃষ্টির সীমানায় বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.