নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

ছ্যাঁকা খেয়ে দমে যাই নাই......

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

চুড়ান্ত ভাবে সরকারি করন করা হয়েছে।

হতেই হবে, কারণ আমারা সরকারি ভার্সিটির ছাত্র।

তাই সবাই সামনে যা পড়ে, সেটা সরকারি মনে করি।

যেমন আমার টেবিলের উপরে কিছু থাকলে সেটা সরকারি।

কেও কিছু না বলে নিলেও আমার কিছু বলার থাকবে না।

অনেক চেষ্টা করেছি প্রাইভেট করার জন্য, হলো না সরকারিই রয়ে গেল।

শেষ পর্জন্ত গার্ল ফ্রেন্ডটা পর্জন্ত সরকারি হয়ে গেল। একদিন শুনি আমার গার্লফ্রেন্ড নাকি আরেকজনেরও গার্লফ্রেন্ড।

কি আর করা এখন চেষ্টা চলছে বেসরকারির দিকে যাবার।

মনেই ছিলো না সরকারি power অনেক বেশী।

সেই power দিয়েই আটকে রাখছে, ছুটে আসতে পারছিই না।

কোথায় জানি এক অজানা দড়ি আটকে রেখেছে মনকে।

তবে সেটা নিজের অজান্তে।

এখন শুধু অপেক্ষার পালা,

government থেকেও powerful কে আছে যে আমাকে তার দিকে টেনে নেয়।

আমি ভাই সাচ্চা দিলের যে দিকে যাই পিছনে তাকাই না।

তাইতো সেদিন হাঁটার সময় পিছনে এক রিক্সা আমাকে ধাক্কা দিল।

কিছুই মনে করি নাই, কারণ আমিও এখন সরকারি।

যেদিন private হব সেদিন থেকে কোন রিক্সা ধাক্কা দিলে টায়ার পাংচার করে দিব।

কিছু বললে দাত কেলিয়ে বলবো "আমি এখন private, আরেকজন মানুষের"...মানুষটি কে সেটা এখন দেখার অপেক্ষায় আমিও আছি.........

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৮

দীপংকর চন্দ বলেছেন: ভিন্নরকম উপস্থাপন।

ভালো লাগা জানবেন।

শুভকামনা। অনিঃশেষ। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.