নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

শুন্য

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

""আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে,
দেখতে আমি পাইনি তোমায় .......দেখতে আমি পাইনি.........""
আমার নির্বাচিত গানের মধ্যে একটি,
যতোই শুনি ভাল লাগে।

ঠিক প্রথম যেদিন শুনেছিলাম সেদিনের মতই. ।
সেই সাথে শুন্যতা ঘিরে ধরে নিজেকে।
শুন্য কে অনুভব করার চেষ্টা অনেক আমার,
অনেক সময় চেষ্টা করতে করতে অর্ধেক রাত চলে যায়...।
শেষ ফলাফল শুন্য ।
শুন্যতা আমাকে খুবই ভালবাসে ।
আমাকে ছেড়ে সে যেতেই চায় না ।
সব কিছু গুছানোর খুবই ইচ্ছে,গুছানো আর হয় না ......।
অনেক দূরের পথ পাড়ি দেয়ার ইচ্ছে,
পথ চলা শুরুই করা হয় না ।

অদৃশ্য বাঁধা সেই শুন্য ।
শুন্য পথে শুন্য কে সাথে নিয়ে চলা চলছেই,
গ্রীষ্ম,হেমন্ত,শীত,শরৎ.............
শুন্য কে ধুয়ে মুছে নিতে বাদল দিন আসে না ।
বাদল দিনের সংগ্রহীত প্রথম কদম ফুল শুকিয়ে যায় ।
শুন্য শুন্যই থাকে,সংখ্যা হয় না ।
সংখ্যা রেখা শুন্য থেকে শুরু না করে ২ থেকে কেন শুরু হলো না?
অথচ মানব জাতির শুরু ২ থেকে,আদম হাওয়া.।
পাজরের হাড় অনেক গুনেছি।
ডান বাম দুই পাশের হাড় সমানই হয়,
বাম পাশে একটা হাড় কম হবার কথা থাকলেও,
কম আমার বেলায় হয় না ।
দুই পাশের হাড়ের পার্থক্য সেই শুন্য .

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২২

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা জানবেন।

গ্রীষ্ম,হেমন্ত,শীত,শরৎ.............
শুন্য কে ধুয়ে মুছে নিতে বাদল দিন আসে না ।


শুভকামনা। অনিঃশেষ। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.