নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

সোনার তরী ডিজিটাল ভার্সন

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৫২

সোনার তরী ছাড়ে খুবই সকালে,
এই তরী ধরতে খুবই সকালে আমাদের থাকতে হবে,
মনে থাকবে ?
কোথায় থাকবে তুমি?
চোরাস্তার মোড়ে।
আচ্ছা চলে এসো....
।।

এক সকালে তরীতে আমরা দু জন ।
সোনার তরী ছেড়েছে।

ভয়ার্ত কন্ঠ তোমার,
বৃষ্টি হবে না তো?
হবে, তুমি যদি কাঁদ ।
গম্ভীর মুখ তোমার, যদি হাসি?
রোদে ঝলমল করবে পৃথিবী ।
ঝড় হবে নাতো?
হবে, যদি ঝড় উঠে তোমার মনে।
যদি ডুবে যাই?
ডুববে,যখন তুমি মৎস্যকন্যা ।

সঙ্কা যায় না তোমার,
অপলক তাকিয়েই থাকা চিকচিক করা পানিতে ।
হঠাৎ আমার উপস্থিতি, বললে,
দেখ দেখ পানি কেমন চিকচিক করছে ।
আনন্দের ঢেউ তোমার গলায়।
তরীও একটু কেপে উঠল,
জানান দিল তোমার আনন্দ ।

আমার দৃষ্টি তোমার দিকে,
অবাক হয়ে দেখছিলাম পরিমণ্ডল নিয়ন্ত্রণ ক্ষমতাময় তোমার মুখ।

তরী হালকা দুলে উঠলো,
চলে এসেছি শেষ মূহুর্তে ।
বিদায়ের পালা,মর্মযন্ত্রণায় নীল তোমার মুখ।
কোন পথে যাবে?
দুইজন দুই পথে,
সঙ্কা নিয়ে এক পথে যাওয়া যায় না...।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.