![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় তুই?
কথা বলছিলাম,তোর আকাশের সাথে......
যে আকাশের রং কেমন , তুই নির্ধারণ করবি......
হয়তো নীল,যখন তোর মনে হবে নীল হতে হবে...
যখন হাসবি,আলোর ঝলকানি ...।
মনে কর এক বিকাল...
চোখ বন্ধ তোর,
সবুজ পল্লবের মাঝে ম্রিদু বাতাস,
তুই অনূভব করতে চেষ্টা করছিস।
মেঘকে দিয়ে আকাশ ডাকছে,
অনূভুতি শ্রবন এক সাথে হয় না।
অনূভব করেই যাচ্ছিস।
মেঘ ডেকে ক্লান্ত,
খুবই অসহায় ।।
কেঁদে ভিজিয়ে দিলো ধরা।
কাঁদছ যে? কি হয়েছে?
কি করবো! কত ঢেকেছি,বিজলি চমক আলোর ঝলকানি দিয়ে।
যেন দেখতে চাও না আমায়,গলায় অভিমান ।
অনূভব করছিলাম তোমার ঘ্রাণ,ম্রিদু হাসি মুখে ।
খুশিতে আত্তহারা আকাশ,
বিজলি চমক,আলোর ঝলকানি, গুড়গুড় গান।
যেন বলতে চাইছে,
আমাকে শুধু অনূভব নয়,চোখ খুলে দেখতেও হবে।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
দৃষ্টির সীমানায় বলেছেন: ধন্যবাদ ভাইয়া...।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।
শুভকামনা জানবেন অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩
নিলু বলেছেন: অবশ্যই