নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

বহুরূপী

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩


আজ যে এসেছে,
তার উপর আমার মন নেই।
তার মাঝে এখনও খুঁজি তোমার ছায়া।
তার হাসি সুন্দর,
কিন্তু তোমার হাসির মত রিনিঝিনি শব্দ নেই নেই,
হাসির শব্দের আমেজ আমার কানে বাজিয়ে থাকে না...........।

সে অনেক বলে আমাকে ভালোবাসে,
তবুও মনে হয় তোমার মত ভালোবাসি শব্দটি সে বলতে পারে না।

আমাকে সে অনেক জড়িয়ে ধরে,
কেন জানি হাত তার পিঠে রেখে আমার বুকে আকড়ে রাখতে ইচ্ছে হয় না ।

সে অনেক অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকে,
আমার একটুও ইচ্ছে হয়না তার মান ভাংগাতে।

তার অনেক চাই সুখ দুঃখ ভাগাভাগি করতে,
কেন জানি সব ভাগ ভাগি করতে ইচ্ছে হয় না ।

এসবই সে বুঝে,
বুঝে তোমাকে আমি এখনও ভুলিনি ।
সে কিছু বলে না,
আমার দিকে চেয়ে বলে
" আছি থাকবো,
একদিন সব ভুলে গিয়ে আমার কাছে থাকবে এই আশায়...।"

বললাম সেদিন "কেন তুমি সব জেনেও আছ?"
উত্তর এমন ছিলো--
" আর পথ খোলা নেই,মনের একটুও বাকি নেই,সবই দিয়েছি"....

ভাবলাম একজন গেল নিজের সুখের কথা ভেবে,
আরেকজন কষ্ট জেনেও আমার জন্য হাসি মুখে রয়ে গেল।

মনের বিরুদ্ধে অনেক কষ্টে বললাম ভালোবাসি,
হেসে হাত ধরে বললো
"থাক জোর করে বলতে হবে না, আছিতো যেদিন মন থেকে আসবে বলো"...।।

জোরে তার হাত মুঠে পুরে ভাবলাম,
"আহারে নারী কতরূপ,কত প্রকার,সত্যি বুঝা অসম্ভব ......

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আসলেই।
নারীর কতররূপ।

মনের বিরুদ্ধে অনেক কষ্টে বললাম ভালোবাসি,
হেসে হাত ধরে বললো
"থাক জোর করে বলতে হবে না, আছিতো যেদিন মন থেকে আসবে বলো"...।।

অদ্ভুত সুন্দর লাগল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭

দৃষ্টির সীমানায় বলেছেন: আপনার লিখা পড়লাম, অসাধারণ লিখেন।।।।

ধন্যবাদ

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৭

জাফরুল মবীন বলেছেন: আহারে নারী কতরূপ,কত প্রকার,সত্যি বুঝা অসম্ভব ..... অনাদিকাল থেকে এ প্রশ্নের উত্তর খুঁজছে সবাই! :)

শুভকামনা জানবেন কবি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭

দৃষ্টির সীমানায় বলেছেন: আপনাকেও

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা জানবেন।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১১

দৃষ্টির সীমানায় বলেছেন: আপনার লিখা আমি সব সময় পড়ি অনেক ভাল লাগে।।।
ভালো থাকবেন, আর আমাদের জন্য এমন সুন্দর লিখা উপহার দিবেন এই কামনা রইলো।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.