![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাণহীন সব;
প্রচলিত গল্প অথবা নিস্তরঙ্গ নদীর বাঁকে বাঁকে শীতল হাওয়া।
প্রান্তসীমার মাঝে আমি।
এপাশে প্রান অপরদিক নিষ্প্রাণ,নিস্পন্দ ও ধূসররূপ অন্ধকার।
প্রান্তসীমা অতিক্রমণ মাধ্যমও আমি,
প্রতিটি প্রাণ নিস্প্রান হবার অনুভূতি বিবর্ণ করে দেয়।
নীল মুখ,অনেক সময় কালোবর্ণ ধারণ করে।
অনেক সময় অচেতন হয়ে যাই,
জ্ঞান ফিরে পেয়ে আবার মাধ্যম আমি।
এমন চলতেই থাকে।
পৃথিবী সৃষ্টি অবধি কত আশা অথবা প্রত্যাশা স্পর্শ করেছে আমাকে,
তার হিসেব নেই।
হিসেব রাখার ইচ্ছেও হয়নি।
কতবার সহ্যক্ষমতার কাঁটা উচ্চমান ছেড়ে যাওয়ার মরেছি,
তার হিসেব নেই।
কত আকাঙ্ক্ষিত জীবনগল্প অনাকাঙ্ক্ষিত ভাবে থেমে গেছে,
তারও গণনা নেই।
বারবার ফিরে এসেছি,সহ্য করেছি।
উপায়হীন আমি।
কর্পূর, ধুপ এবং চন্দন গন্ধ সহ্য করেছি।
শ্মশান, কবর,সমাধি সব ঘুরেফিরে এসেছি কত কত বার।
বেঁচে আছি তবুও,মনে আছে সব,
কালের পর কাল,যুগের পর যুগ।
আমি মৃত্যু জয় করেছি,থাকবো আজীবন চিরসবুজ।
জানতে ইচ্ছে হচ্ছে,কে আমি?
আমি লিপিবদ্ধ কথামালা।
ছবি: সংগ্রহীত
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
এম রাজু আহমেদ বলেছেন: আপনার লেখা পড়ে ভীষণ ভাল লেগেছে।
আমার পাতাতেও আসার আমন্ত্রন রইলো।