নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক রংহীন বৃষ্টি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০


অসময়ে বৃষ্টির গান কেমন হয়?
বিরক্তিকর অথবা অসহ্য, তাই না!!
তবুও কাল্পনিকতা ছোয়াঁর একটু বৃষ্টি দরকার,
আমি তুমি ভেজার জন্য।

সে বিভ্রান্ত অথবা দ্বিধাগ্রস্ত।
বোঝা না বোঝার অনিশ্চিত চোখে মন স্পর্শহীন হাসি,
এসেই মিলিয়ে গেল তার মুখে।
নিমিষে মুখেচোখে ভিড় করলো উচ্চ মেঘ,
যে মেঘে কখনোই বৃষ্টি হয় না।

আর আমি,
বিন্দুসদৃশ বৃষ্টিকণা আগমনবার্তার,
নিশ্চয়তা চাইলাম আনাবৃত উলঙ্গ আকাশ হতে।
যারা সংযুক্তভাবে মেঘের মতই উড়ছে।
অপেক্ষায় হল বেলা অত:পর রাত্রি,
হলনা তখনো কাল্পনিক বৃষ্টি ছোঁয়ার প্রাপ্তি ।

অবশেষে মানবিক অস্থিরতায় উপলব্ধি করলাম,
অসময়ে মুক্তরূপ বৃষ্টি প্রত্যাশা অন্যায় এবং
রংহীন জীবন রঙ্গ মঞ্চসজ্জার অংশ নয়।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.