![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্জনতাপ্রিয় মানুষ-
স্তব্ধ সময়গুলোর নীরবতা অনুভব করে,
কোন নির্জনে যেখানটায় কখনোই ছাইঁ মুক্ত থাকে না।
অন্ধকারের সাথে অনুপাতিক হারে বাড়তে থাকে দীর্ঘশ্বাস,
এই বৃদ্ধি নির্জনতার ব্যাঘাত ঘটায় না।
জোনাকির সবুজ আলোর ন্যায় লাল ফুলকি জ্বলে চারিপাশ
কুয়াশার মত ঢেকে দেয় সব কিছু নিকোটিন ধোয়াঁ।
এখানে বিবেকরা মুক্ত নয় মন খাঁচায় আবদ্ধ!!
অস্থির পায়চারিতে বিবেকী প্রেতাত্মা,
আর মন স্বীয় গাম্ভীর্যে অলীক বেদনার্ত স্বপ্নঘোরে।
ক্ষরিত হৃদয়ে অনুভব করে উদীয়মান সূর্যের উষ্ণতাকে,
উপলব্ধি করে মন মানুষ স্পর্শী বাতাস
যেখানে বেদনাভারাক্রান্ততায় সে প্রিয়তার হাতের ছোঁয়া খুঁজে।
ছবি : সংগ্রহীত
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
দৃষ্টির সীমানায় বলেছেন: ধন্যবাদ :-)
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায়+++++++++++++++++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
দৃষ্টির সীমানায় বলেছেন: ভাই আপনাকে আমি দিলাম +++++++++++++ to infinity..... আপনার লিখা পড়লাম, অসাধারণ
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭
দৃষ্টির সীমানায় বলেছেন: ধন্যবাদ
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
দীপংকর চন্দ বলেছেন: অন্ধকারের সাথে অনুপাতিক হারে বাড়তে থাকে দীর্ঘশ্বাস,
বিষণ্ণ পঙক্তির সাথে থাকলাম।
অনিঃশেষ শুভকামনা জানবেন কবি।
ভালো থাকবেন। সবসময়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
দৃষ্টির সীমানায় বলেছেন: আপনার অন্ধভক্ত আমি।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯
বিজন রয় বলেছেন: স্তব্ধ সময়গুলো নীরবতা অনুভব করে,
সত্যি কথা। ++