নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

আমি অনিন্দিতা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬


অনুভূত কষ্ট কখনোই গণনাযোগ্য নয়,
নিজের ক্ষুদ্র হৃদয়ে ভাবালাম।
বেদনাব্যঞ্জক অধ্যায় উকিঁ দিয়েই বিদায় নিল,
ভাবনাগ্রস্ত চোখে।
স্তব্ধ হয়ে রইলো অভিশপ্ত সময়,
সোনালী সময় থাকলো মহাশুন্যে ।
কালোমেঘের সাদা হবার চেষ্টা চলতে থাকলো।
কিছু গল্প ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাকার হতেই থাকলো।
ফলস্বরূপ সংকুচিত পৃথিবীতে বাধ্যতামূলক বৃষ্টি,
দূর্বলতার আত্মপ্রকাশ।

সময়টা সহজ ছিল না,
অক্সিজেনপূর্ণ স্থানে শ্বাস নেয়া,
এবং অক্সিজেনশূন্য স্থানে শ্বাস নেয়ার মতই।
অস্থিরতায় পরিপূর্ণ সময়টায়,
বেড়ে গিয়েছিল হৃদ কম্পন।
থমকে গিয়েছিল রক্ত প্রবাহ !
স্তব্ধ ছিল চিন্তা শক্তি।
দাঁড়িয়ে থাকার সক্ষমতা,
নিমিষে শুন্য কোঠায় দাঁড়িয়েছিল।
স্বীয় পতনরোধে আশ্রয় আশায়,
ব্যাকুল ছিলাম অনেক।

তারপর,সময় বুঝিয়ে গেল।
নিজস্বতা বলে কোন কিছুই অবশিষ্ট নেই।
আর ব্যাস্ততা!!
আড়াল করার মাধ্যম মাত্র।

ছবি :সংগ্রহীত

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

কল্লোল পথিক বলেছেন: সময়টা সহজ ছিল না,
অক্সিজেনপূর্ণ স্থানে শ্বাস নেয়া,
এবং অক্সিজেনশূন্য স্থানে শ্বাস নেয়ার মতই।

অনবদ্য কবিতা।
কবিতায়+++++++++++++++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

দৃষ্টির সীমানায় বলেছেন: ধন্যবাদ.....

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

দৃষ্টির সীমানায় বলেছেন: আপনার লিখা পড়লাম, অনেক ভাল লাগল

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

আরাফআহনাফ বলেছেন: "তারপর,সময় বুঝিয়ে গেল।
নিজস্বতা বলে কোন কিছুই অবশিষ্ট নেই।
আর ব্যাস্ততা!!
আড়াল করার মাধ্যম মাত্র।"

দারুন লাগলো। +++++

ভালো থাকবেন - শুভ কামনা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

দৃষ্টির সীমানায় বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: তারপর,সময় বুঝিয়ে গেল।
নিজস্বতা বলে কোন কিছুই অবশিষ্ট নেই।
আর ব্যাস্ততা!!
আড়াল করার মাধ্যম মাত্র।
ব্যাপক মাত্রায় ভাল লাগা।

চমৎকার লিখেছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

দৃষ্টির সীমানায় বলেছেন: ধন্যবাদ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.