নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

একজন বেরসিকের গল্প

১৮ ই মে, ২০১৭ দুপুর ১:৩৮

পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে,
রশিক,
বেরশিক।
রশিক মানুষের কথার মধ্যে এক ধরনের রশি মার্কা ভাব আছে,
এক কথার পর আরেক কথা টেনে আনবেই,
গল্প জমাবে।
হৈচৈ করবে,আড্ডার কেন্দ্রবিন্দু এরাই হয়ে থাকে।
আর বেরশিক,এরা অন্যের আনন্দ দেখে আনন্দ পাওয়া টাইপ হয়।
এরা চুপচাপ ভালবাসে তবে কখনো সেটা পায় না।
বেরশিক মানুষের সাথে পুরো সমাজ, পৃথিবী বেরশিক হয়ে যায়।
এদের চাওয়া থাকে অপূর্ণ,এদের ইচ্ছে গুলা বেচেঁ
থাকে তবে সেইটা প্রকাশ করার মানুষ বিশ্বাসী হয় না তাদের কাছে।
চারপাশ তার কাছেই শুধুই অবিশ্বাস আর অবিশ্বাস।
নিজের স্বার্থ আর অন্যের স্বার্থ মিলিয়ে অন্যের স্বার্থ জয়ি হয় বলে এরা উদার পন্থি হিসেবে পরিচিতি পায়।
দিন শেষ যতই ঝড় আসুক একটা শব্দ নিয়েই শান্ত থাকতে হয়।
ভাল মানুষ....

এই ভাল মানুষের ট্যাগ এদের আরও গর্তে ডুকিয়ে দেয়।
কোন দুষ্টামি অথবা আনন্দ করতে গেলেই শুনতে হয় "তোমাকে ভাল মনে করছিলাম, তুমি এমন কেন?"
নিজের ট্র‍্যাক থেকে বিচ্যুত হয়ে যাচ্ছ নাকি?"

এতো প্রশ্নের ভিড়ে অসহায় হয়ে থাকে।
এদের না থাকে কোন সার্থহীন বন্ধু না থাকে পাশ থেকে সাহস দেয়ার মানুষ।
একটা স্বপ্নই এদের পথ দেখায়.....
"বিজয়ীরা একাই থাকে"।
যদিও শেষ পর্যন্ত সফলতা এদের দিকে মুখ তুলে তাকায় কিনা সেইটাও জানা যায় না অথবা জানার জন্য তীব্রভাবে কেউ লক্ষও করে না।

#আমি সেই বেরসিক মানুষের একজন।
অনন্দ বলতে শুধুই ঘুম,
কারণ সেখানে স্বপ্ন থাকে।
কেউ স্বপ্নে বাধা কটাক্ষ করে বলার থাকে না।
এমন একটা ব্যাপার আজ বলব
তাদের জন্য যারা আমার মতন বেরসিক।
কথার মধ্যে কোন সূত্র থাকে না।

#ক্যাম্পাস লাইফে খুব নিষঙ্গ থাকলেও এখন পাশে মানুষের অভাব নেই।
সবাইকে সময় দিয়ে নিজের জন্য সময় খুঁজে বের করাও কঠিন হয়ে যাচ্ছে।
নতুন জীবন আর সেই ক্যাম্পাস জীবন মিলিয়ে দেখলে মনে হয় এখনই ভাল আছি।
প্রকৃত কিছু ভাল মানুষ আমার পাশে নিয়ে।

#কিছুদিন হল নতুন মুখ এসেছে ঘরে,
মনে হচ্ছে একে অন্তত চোখ বন্ধ করে ভালবাসা যায় বিস্বাস করা যায়।
ছোট ছোট হাত দিয়ে যখন আমার নাক মুখ ছুয়ে দেয়,
মনে হয় কারও জন্য না হোক অন্তত এর জন্য আমাকে এমন একটা পৃথিবী দাড়ঁ করাতে হবে যেখানে সে নিশ্চিত মনে মন খুলে নিজের মত স্বপ্ন দেখবে,বাচঁবে।

#বর্তমান একমাত্র চিন্তায় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ছোট বাবাটার নাম নিয়ে।
এতো মানুষ এতো এতো নাম দিচ্ছে গুলিয়ে যাচ্ছে সব।
গুলিয়ে যাচ্ছে সব নামের ভিড়ে।
তবে যে নামই শেষ পর্যন্ত রাখা হোক না কেন,
আত্মায় শান্তি হয়ে থাকবে আমার এটা এই ৩-৪দিনে ভুঝে গেছি।
আমার বাবার দীর্ঘায়ু কামনা করছি।

#বেরসিকরা,তোমাদেরও এমন একদিন আসবে তুমিও শ্রেষ্ঠ মানুষ হবে।
তোমার জন্যও একজন মানুষ দিন শেষ অপেক্ষা করবে।
তোমারও একটা ছোট ঘর আর ভালবাসার মানুষ হবে।
হতাসাকে হতাসার মতই থাকতে দাও,
সবাই এক হবে এমন তো কোন নীয়ন নেই।
একটা কথাই মনে রেখ তুমি তুমিই।
তোমার বিকল্পও তুমি, অন্য কেউ নেই হবেও না কখনো।
যারা দূরের এদের দূরে থাকতে দাও,
যারা কাছের কাছে আসবেই।
নিজে থেকেই,
কোন বাধাঁ এদের আটকাবে না।
তোমার কাজ শুধুই দিন গুনে যাওয়া।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.