নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

যে রক্তের দাগ মুছবে না কখনো

২২ শে মে, ২০১৭ রাত ২:৫৭


জুতো খুলতেই দেখি পায়ের পাতা রক্তে লাল ।আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝর্নার পানি পড়া দূরে থেকে দেখছি।পানি মনে হচ্ছে না,মনে হচ্ছে রক্তের ঝর্ণা।রক্তেমাখা ছোট ছোট বাচ্চাদের মাথা একে একে সেই রক্তের ঝর্ণার সাথে আসছে।সব গুলো মাথার চোখ গুলা আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে।এমন ভাব যেন আমি খুবই আপন।মাথা গুলো ভেসে আমার পাশ দিয়ে যাচ্ছে।ভেসে যাবার সময় জিজ্ঞাস করছে।আমাকে কেন খুন করলে?? মনে রাখ রক্তের নদী তোমার অস্তিত্বে মিশে থাকবে।হাতে রক্তের দাগ মুছতে পারবে না আজীবন।এই দেখ না, তুমি কিভাবে আমার রক্তে ভেসে যাচ্ছ।একটুপর উপদব্ধি করলাম,
হ্যাঁ,তাই তো !! আমি ডুবে যাচ্ছি ধিরে ধিরে রক্তে।দেখতে দেখতে গলা পর্যন্ত ডুবে গেলাম।
চিৎকার দিতে চাইলাম গলা দিয়ে আওয়াজ বের হল না,মুখ দিয়ে রক্তে পেটে চলে গেল।দম বন্ধ হয়ে যাচ্ছে,শ্বাস নিতে কষ্ট হচ্ছে।আমি কি মরে যাচ্ছি?স্বপ্ন দেখছি না তো?অনেক জোরে আতঙ্ক নিয়ে চিৎকার দিলাম,আওয়াজ বের হল না।শুধুই গো গো শব্দ বের হল গলা দিয়ে।
চোখ মেললাম তখন,একটা বাচ্চা, অনেক পরিচিত ডাকছে আম্মু উঠ।কি হল তোমার?
চোখ খুলে দেখলাম পরম মায়ায় ভালবাসায় আমার দিকে রাজ্যের ভয় নিয়ে তাকিয়ে আছে একটা নিষ্পাপ শিশু।হাত গুলো আমার গাল ছুঁয়ে দিচ্ছে।আমার বুকের উপর শুয়ে আছে।দাতঁ গুলো এখনো ভাল করে উঠে নি।চোখ খুলতেই বাচ্চাটা চলে গেল। অবাক কান্ড এতো ছোট শিশু হাটতে পারে।কথাও বলতে জানে।এসব কি ঘটছে আমার চারদিকে!!
ভয় পেয়ে গেলাম আবার,যদি সেই রক্তের নদীতে ডুবে যাই।বাচ্চাটাকে নিরাপদ মনে হচ্ছে।অন্তত একেই বিশ্বাস করা যায়।হন্ন হয়ে খুঁজা শুরু করলাম।পেলামও একটু দূরে এক কোনায় রুমে জড়সড় হয়ে বসে আছে।
ভাল করে খেয়াল করলাম।হ্যাঁ হুবহু আমার প্রতিচ্ছবি।নাকটা ঠিক আমার মতই লম্বাটে,চোখের দৃষ্টিও আমার মতই শান্ত।ভাষা চোখ দেখে পড়ার উপায় নেই।তবুও কেন জানি মনে হচ্ছে এর ভাষা আমার ভাষা আলাদা না।
দৌড় দিয়ে কাছে গেলাম,ছুঁয়ে দেখতে চাইলাম।বাচ্চাটা দূরে সরে গেল,আরও কাছে গেলাম আবারও দূরে সরে গেল।
--তুমি কি আমাকে ভয় পাচ্ছ?
আস আমার কাছে,ভয় নেই।
তোমার হাত দাও।বাচ্চাটার ভয় গেল না চোখ থেকে।
বলে উঠলো।।
আমাকে তুমি আলো দেখতে দিবে তো?আমাকে আমি হয়ে পৃথিবীতে আসতে দিবে তো??অন্ধকারেই রক্ত নদীতে ফেলে দিবে না তো?
শুনেই চমকে উঠলাম।বছর কয়েক আগের কথা মনে পড়ে গেল।অপরিণত নরনারীর ভালবাসার নির্মম সত্য।সত্যি আমার আর কোন উপায় ছিল না।আবার ভয় আমাকে গ্রাস করছে।হাত রক্তে লাল হয়ে আছে,পায়ের মাটি থেকে রক্ত বের হচ্ছে।ধিরে ধিরে আমাকে ডুবিয়ে নিচ্ছে।
চিৎকার করে বললাম আমি বাচঁতে চাই, বাচঁতে চাই।কেউ শুনল না।
আমার কন্ঠ প্রতিধ্বনিত হল আমার ভাষাতেই,তবে পরিচিত এক শিশু কন্ঠে।ছেলে না মেয়ে বুঝা গেল না।
বলে উঠলো আমিও বাচঁতে চাই।

ছবি: সংগ্রহীত

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৭ সকাল ৮:৫৮

muhammed yasin arfat বলেছেন: ভালো লিখেছেন

২২ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৯

দৃষ্টির সীমানায় বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

২২ শে মে, ২০১৭ বিকাল ৪:৫০

দৃষ্টির সীমানায় বলেছেন: এটা কবিতা কিভাবে আপনার কাছে মনে হল বুঝলাম না,
ধন্যবাদ

৩| ২২ শে মে, ২০১৭ রাত ১১:৪৪

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো গল্পটা ++

২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৮

দৃষ্টির সীমানায় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.