নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টির সীমানায় (মুস্তাফিজুর রহমান)

দৃষ্টির সীমানায়

দৃষ্টির সীমানায় › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার প্রহর

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১:২৬





গল্পটার শুরু জানা ছিল না।
বিশ্বাস হল না??
স্বাভাবিক বিশ্বাস হবার মত না।
গল্প চলছে অথচ গল্পের শুরু জানা নেই।
গল্পের আগাগোড়া কিছুই জানা নেই আমার নিজেরও,
শুধু বিশেষ কিছু মূহুর্ত স্পষ্ট মিশে থাকে চিন্তাজগতে।
মুনের সাথে এভাবেই ছিল পথ চলা।

কখনো শেষ হবার চিন্তা ছিল না,
শুধুই ইচ্ছে ছিল এ চলা থাকবে অফুরন্ত।
অবাস্তব অলীক ভাবনা ছাড়া এটা আসলে কিছুই না।
সব কিছুর শেষ আছে,
বিশ্বাস করাতেই ও শেষ বার আমার হাত ছেড়ে দিল।
খালি হাতে ছাড়েঁনি ও,
ছোট একটা হাত আমার হাতের মুঠোয় দিয়ে গেছে।
বলেছিল..
-- ওর নাম ম দিয়ে রাখবে কিন্তু,আর শুন ও বড় হলে আমাকে যেন খুব মনে না পড়ে এমন করে আগলে রাখবে।
মনে থাকবে?

আমি তখন কোন কিছু বলতে পারছিলাম না,কঠিন মানুষের কিছু বলতে নেই। হাজার ঝড়ে শক্ত হয়ে থাকতে হয়।
হ্যাঁ ছিলামও, শুধু বৃষ্টি থামানো যায়নি।
ঝড়ে বৃষ্টিতো আসবেই।
যখন মুনকে মাটিতে রাখছিলাম পা ভেংগে আসছিল,
বেচেঁ থাকার ইচ্ছেও ফুরিয়েছিল।
কিন্তু মুনের একমাত্র চিহ্ন চোখে ভেসে উঠায় সাহস পেলাম।
সে সাহস নিয়েই কিছু সময় গেল,
বুঝে উঠার আগেই দেখি আমার সে ছোট মা টা অনেক বড় হয়ে গেছে।
ওর চেহারার আমার সাথে কোন মিল নেই।
সব ওর মা র পেয়েছে।
আজ আবার একা হতে যাচ্ছি।
ওর হাত তুলে দিচ্ছি একটা ছেলের হাতে।
চোখের সামনে ভেসে উঠছিল আমার বাল্যকাল,
যৌবন, সংসার জীবন,বাবা হয়ে কাটানো জীবন এবং সর্বশেষ শুন্য পাতা।
শুন্যতা, শুন্যতা শুধুই শুন্যতা,
পৃথিবী সৃষ্টি শুন্য থেকে আবার বিনাশেও শুন্য।

আমি আসছি মুন,
জান্নাত নাকি জাহান্নাম সেটা জানা নেই।
তবে আসছি।
তোমার পথ চেয়ে থাকা দীর্ঘ হবে না হয়তো.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.