![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভীষিকাহীন স্বপ্নের মত ।
ত্রিমাত্রিক অনুভূতি।
দ্বিগুণ উজ্জ্বল বাতি।
উজ্জীবিত আজ শব্দগুলো।
বাতাশের শক্তি অতিক্রম করছে দেহ।
বায়বীয় সমুদ্রে ভাসিয়ে নিচ্ছে আমাকে।
সময় থেমে গেছে,
পথ শেষ হচ্ছে না।
যুগযুগ ধরে হাটছি তবুও পূর্বের জায়গায় টায় থেমেই।
মহাশূন্য এমনই হয় হয়তো,অফুরন্ত সিমা।
অতীত বর্তমান ভবিষ্যৎ সব এক জায়গায় থেমে,
মহাশূন্য এক জগতে।
এখানে লাল নীল হহলুদ সবুজ বলে কিছু নেই,
সব একি রকম।
ভেসে আসা কুকুর মায়া কান্না অন্যদিনের চেয়ে বহুগুণ করুণ আজ।
শিরার রক্ত চলাচল অনুভূত হচ্ছে,
প্রবল থেকে প্রবল বেগে।
নাহ,
আর চোখ খুলে রাখা যাবে না।
চোখ বন্ধ করতেই হবে।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৪
দৃষ্টির সীমানায় বলেছেন: অবশ্যই,এবং ধন্যবাদ
২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯
সালমান মাহফুজ বলেছেন: প্রথম স্ততবকে যতটুকু কাব্যরস উপভোগ করলাম । দ্বিতীয় স্তবকে এসে ঠিক ততটুকুই বিরক্তিকর বিরসে আক্রান্ত হলাম !
আরো ভালো কিছুর প্রত্যাশায় ।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৩
দৃষ্টির সীমানায় বলেছেন: পিনিকের কথা অনেক সময় বুঝা যাবে না স্বাভাবিক, ধন্যবাদ মন্তব্যের জন্য
৩| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩
বিজন রয় বলেছেন: পিনিক মানে কি?
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: কবিতা ভাল হয়েছে
েআমার ব্লগে স্বাগতম আসবেন কিন্তু