নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম আর এস

আমি সৃজনশীল পরিবরতনে বিশ্বাস করি। বিশ্বাস করি, তারুণয়ের প্রেরণায় নিজেকে সাজাতে । গঠনমূলক সমালোচনায় কলম সৈনিক হওয়া আমার চারিতরিক অনুপ্রেরণা ।

এম আর এস › বিস্তারিত পোস্টঃ

জোনাকির কষ্‌ট এবং ....

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:০৭

ছেলেটির নাম আকাশ । স্‌কুলের গণ্‌ডি পেরিয়ে কলেজ,তারপর বিশ্ববিদ্যাল্য়ে পাঠ চুকিয়ে , মনে অনেক আশা নিয়ে পা রাখে ঢাকা শহরে । বড় হবে । কিনতু না, সে আশায় ছেদ পড়ে । এক ভাইয়ের বাসায় ঠিকানা হয় কিছু দিনের জন্য । ছেলেমেয়ে পড়ানো, আর চাকরি খোঁজা....। তবে কাজের কাজ হয় না .........কষ্‌ট যায় বিফলে..। নীরবে কাঁদে আকাশ । এত ঘুষ , এত দুর্নীতির ভীড়ে অসহায় সে । কিংকর্‌তবযবিমুঢ় আকাশ কাগজ বিক্রি শুরু করে । কিন্‌তু সেখানেও সফল হয় না । কেটে যায় তিনটি বছর । সময় যায় ....দুঃশ্‌চিনতা বাড়তে থাকে । একদিন সামান্য পরিবর্‌তন আসে আকাশের জিবনে..... দেখা হয় জোনাকির সাথে । সখ্যতা , কষ্‌ট ,ভালবাসা,সময় মিলেমিশে চলে জিবনের চাকা । অজানা এক অনুুপ্রেরণায় একটা চাকরি জুটে যায় । জিবনের সাথেও জড়িয়ে যায় জোনাকি । বাসা ভাড়া ১৫০০ ,ঘরে ফযান নেই । কোন রকম জিবনের গল্‌প চলে তাদের ....। এখন আকাশের মাসিক আয় ২৫০০ টাকা। ঘর ভাড়া বাদ দিলে বাকি ১০০০ টাকায় সংসার চালাতে হয় । ছয় মাস কোন ভাল মনদ খাবার খায় না । গরমের রাতে এক রুমের টিনসেডের ঘরে গরমের কারণে ঘুমাতে পারে না । একদিন সারারাত জেগে দুজন গলপ করেছিল। স্বপন আঁকে কিভাবে একটা ফযান কিনা যায় । প্রথম বছর বযার্‌থ হল । পরের বছর খুব কষটে একটা ফযান কিনল। কিনতু টাকা নেই লাগানোর । ঝুঁকি নিয়ে দুজন ফযান লাগাতে শুরু করল। লাগানো শেষ কিনতু ফযান ঘুরে না । অবশেষে জোনাকি রেগুলেটর ঘুরিয়ে ফযান চালু করে । সে দিনের সে কি আনন্‌দ তাদের ..। জোনাকির কষ্‌টে আকাশ শুধু অনুভব করে কষ্‌ট কিন্‌তু পরিবর্‌তন হয় না তাদের জিবন । এগিয়ে চলে তাদের জিবন । এর কিছুদিন পর তাদের জিবনে নেমে আসে ট্রাজেডি .....।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.