![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাকিবের তুঘলকি কানড আর বিসিবির সিদ্ধানত মনে হয় একই সরলরেখায় প্রবাহিত হলো । যুক্তি হলো- প্রয়োজন কিন্তু অনেক সময় আইন মানেনা । কেননা, যে যায় বলুক ওর কিন্তু এই মুহুর্তে প্রয়োজন দলে । তাই বলে অনযায় করলে শাস্তি পাবে না এটা নয়----
শাস্তি দিতে হবে তবে নিজেদের সেভ জায়গায় রেখে । সেই সাথে বলি - যারা এ ধরনের কাজ করে তাদেরকে মটিভেশনের মাদ্ধযমে উন্নতি করা যায় কি-না । বযাক্তিগতভাবে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখা এই খলনায়ককে যদিও পছন্দ করি না তথাপিও পযয়োজনে সিদ্ধান্ত পুন: বিবেচনা করা যায় কি না ! সবমিলিয়ে বেঁচে থাক বাংলাদেশ ক্রিকেট ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩
দ্বৈত দহন বলেছেন: একটু শাস্তি সত্যিই দরকার ছিল