![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পথ চলায় যখন আমি একা থাকি তখন কোন মন্তব্য নেই । যখন দুজন চলি তখন গল্প হয় । তিনজন থাকলে সম্পর্ক নষ্ট হয় একজনের সাথে । যখন অনেক জন থাকে তখন আসে জটিলতা , মৃতযু আর নানান সমালোচনা । শেষের অবস্থায় যে বা যারা ইতিবাচক চিন্তা করে, সমাধান দেয় নানা সমসযার , প্রতিরোধ করে মৃতযুকে তখনই তৈরি হয় বিরোধ। তাই বলে মনের আয়নায় নিজের দেশকে দেখব না তা-তো হয় না । বড় অনযায় করলে বড় সমালোচনা হবে এটায়তো স্বাভাবিক । সেই নিরিখে বলি- আমারা গভীর সংকটাপন্ন অবস্থার মধয দিয়ে যাচ্ছি - এটা শুূধু মানা নয় , মনেও স্থান দিতে হবে । যারা রাজনীতি করে তাদের বিবেককে একবার প্রশ্ন করে দেখুন না ! আপনি সঠিক আছেন কি-না । দেখবেন সঠিক উত্তর পেয়ে যাবেন । দেশ কিন্তু কারোর একার নয় । কথায় আছে, দশে মিলে করি কাজ , হারি জিতি নাহি লাজ । রাজনীতিবিদ্দের উদদেশযে তাই আমার বলা - মানের আয়নায় নিজের দেশকে দেখুন তবে সৎভাবে । কারণ আমরা এগিয়ে যেতে চায় সতযিকার অর্থে । ঐতিহাসিক ভালোবাসার জায়গা গুলোতে তো আমারা অনেক প্রমাণ দি্য়েছি - আর একবার আসুন, ঐতিহাসিকভাবে ভালোবাসি দেশকে । একটা স্বচ্ছ নির্বাচনের মাধযমে দেশ হোক ফরমালিনমুক্ত । আমরা একটু মুক্ত মনে সৃজনশীল কিছু করতে ও লিখতে চায় । প্লিজ বাঁধা দিবেন না ।
©somewhere in net ltd.