নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম আর এস

আমি সৃজনশীল পরিবরতনে বিশ্বাস করি। বিশ্বাস করি, তারুণয়ের প্রেরণায় নিজেকে সাজাতে । গঠনমূলক সমালোচনায় কলম সৈনিক হওয়া আমার চারিতরিক অনুপ্রেরণা ।

এম আর এস › বিস্তারিত পোস্টঃ

ভারতিয় সিরিয়াল এবং আমরা

১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৩

অসহয এক জিবন যন্‌ত্‌রনার নাম ভারতিয় সিরিয়াল । যে দৃষ্‌টিকোন থেকেই ভাবুন না কেন আপনাকে, আমাকে, সবাইকে মানে আমাদের পরিবারকে যে ধংস করে দিচ্‌ছে এই সিরিয়াল সে বিষয়ে কি কোন সন্‌দেহ আছে ? একবার ভাবুন, আমাদের পারিবারিক মূলযবোধ, শ্রদ্‌ধা দিনে দিনে যে নষ্‌ট হতে চলেছে , কিংবা পরিবারগুলো কযান্‌সারের মতো তিলে তিলে শেষ হয়ে যাচ্‌ছে তা এই সিরিয়ালের জনয । ধরমীয় মূলযবোধতো শূণযের কোঠায় ; পারিবারিক, সামাজিক মূলযবোধের কথাতো বাদই দিলাম। আমি আকাশ সংস্‌কৃতির বিরোধি নয় তবে জি বাংলা, সটার জলসা কিংবা হিন্‌দি সিরিয়াল কিলার চযানেল গুলোর ঘোর বিরোধি । বন্‌ধ করার পক্‌ক্ষে আমার জোরালো মত । আসুন সবাই মিলে রক্ষা করি বাংলাদেশের পরিবারগুলো । নইলে এই জাতিকে একদিন খেসারত দিতে হবে । বিশ্বাস করুন সে দিন কিন্‌তু আর দূরে নয় । এখনও সময় আছে জাতিকে এই অভিশাপ থেকে মুকত করার । আমি তো একজন ক্ষুদ্‌র মানুষ । আমার থেকে আপনারা যারা বড় বড় মানুষ আছেন তারা একবার সকলকে ডাকুননা ? দেখবেন আমি আপনি এবং আপনারা সবাই ভাল থাকবেন । আপনারা কি সমর্‌থন করেন আমার এই ধারনার অভিমত গুলো না- কি অনয কিছু ভাবছেন ? যদি একমত না হন তবু দয়া করে বলে দিবেন ---আমি নিজেকে শুধরে নেব ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৮

শেখ আজিজুর রহমান বলেছেন: ঠিক বলছেন ভাই এখনি সময় এসব বন্ধ করার...। না হয় পরে অনেক ক্ষতি হয়ে যাবে...।।

২| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

এম আর এস বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.