নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম আর এস

আমি সৃজনশীল পরিবরতনে বিশ্বাস করি। বিশ্বাস করি, তারুণয়ের প্রেরণায় নিজেকে সাজাতে । গঠনমূলক সমালোচনায় কলম সৈনিক হওয়া আমার চারিতরিক অনুপ্রেরণা ।

এম আর এস › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেটের লিজেন্‌ড বয় , তুমি ফিরে এসো....বিসিবির কি কিছুই করার নেই !

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

সতয বল সু পথে চল - ওরে আমার মন । মিথযা ধংস হোক , সতয প্রতিষ্‌ঠিত হোক -- এই মন্‌তরে দিকষিত হয়ে কিছু কথা আমি সবাইকে বিশেষত বিসিবিকে বলতে চায় -

আমরা যারা বর্তমানে যে গ্রহের বাসিন্‌দা সেই গ্রহে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা পাপ করে না । মনুষয সমাজে কেউ ধরা পড়ে কেউ পড়ে না । তবে এটা নিশ্‌চিত যে সবাই কম বেশি পাপী । দেশের প্রতিভাবান ক্রিকেটার মোঃ আশরাফুল তার বযতিক্রম নয় । কিন্‌তু কথা হলো - কেউ যদি তার দোষ স্বীকার করে তার শাস্‌তি কি আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি তাদেরকে আশরাফুলের মযাজিকযাল খেলা দেখা থেকে বঞ্‌চিত করা ? না -কি তার ক্রিকেট জিবনকে একেবারে ধ্বংস করে দেওয়া ? শাস্‌তি হোক -এটা আমিও চাই । তবে এটা বিবেচনায় রাখা যায় কি- না ----------- যে মানুষটি সোজা সরল উক্‌তিতে জানিয়ে দিল আমি অনযায় করেছি সেখানে আট বছর শাস্‌তি এটা বেশি হ্য়ে গেল কি- না তা আর একবার ভেবে দেখলে হয় না ? হতভাগয মনে হয় আমাদের যে আমরা নিজেদেরকে ঠিকভাবে মূলযায়ণ করতে পারলাম না । তওবা করলে তো সৃষ্‌টিকর্তাও তো ক্ষমা করে দেয় এটা জানতাম - আরও জানতাম ক্ষমা না-কি মহৎ গুণ । বাস্‌তবে মনে এর প্রয়োগ মনে হয় দেখা যা্য না । সাকিবের উদাহরণ আর দিতে চাই না । আমার মনে হ্য় দোষ স্বীকার না করায় বুঝি ভাল ছিল । অন্‌তত শাস্‌তি পেতে হ্য়তো দেরি হতো । তড়িঘড়িতে ফলাফল দেশের ক্রকেট কোথায় কোথায় যাবে জানিনা তবে আমার বিশ্বাস ষড়যন্‌ত্র কিন্‌তু আমাদের ক্রিকেটকে ধ্বংস করে দিতে পারে । পাপের উৎসকে নির্‌মুল না করলে এভাবে কত আশরাফুল আমাদের এই গ্রহ ছেড়ে নিরবে হারিয়ে যাবে তার ইয়ত্‌তা থাকবে না । তাই বিসিবির প্রতি মিনতি- নতুন করে একবার এই লিজেন্‌ড বয়কে নিয়ে ভাবুন না ? আপনারা যারা ভাবছেন আসলে কি ভাবছেন , বলবেন কি ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.