![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২ টাকা থেকে ৫ টাকা রিক্সা ভাড়া, বাস ভাড়া বেশি নিলে আমাদের বলিষ্ঠ কন্ঠে প্রতিবাদের আওয়াজ তুলি, মনমেজাজ বেশি খারাপ হলে এর সাথে চড় থাপ্পর ফ্রি। কিন্তু এই আমরাই এই চোখে কত অনিয়ম দেখি, এই মনে কত অনিয়ম মেনে নেই, আমরা একটা বিষয়ে একমত পোষণ করি। সেটা হলো গরীব, দূর্বল, অন্তজশ্রেণী সে কোন অন্যায় করতে পারবেনা, অন্যায় করবে ব্রাহ্মন, আশরাফ শ্রেণীরা আমরা তাদের অন্যায় কাজ শুধু প্রত্যক্ষই করিনা মাঝে মাঝে সহযোগিতাও করি, দেখেও ভিন্ন ব্যখ্যা দাড় করাতে চেষ্টা করি। যত দোষ অর্থের....যত দোষ প্রতিপত্তির..এটা যাদের নেই তারা আমাদের রক্তচক্ষুর কবল থেকে মুক্ত নয়, আর যাদের আছে তারাও আমাদের তোষামোদ থেকে দূরে নয়।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
স্বপনচারিণী বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০
মোমেরমানুষ৭১ বলেছেন: কঠিন কিছু সত্য কথা বলেছেন বস.......।