![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা হলো সমাজে প্রচলিত শুভাধ্যনুয়ীদের পরামর্শ যে কোন ভালো কাজে অংশগ্রহণ বা উদ্যোগ গ্রহন করলে তারা এ আশার মোড়কে হতাশার পরামর্শ দেন। তাদের বক্তব্য হলো আগে নিজেকে প্রস্তুত কর তারপর যে কোন ভালো কাজে নেমে পড়। কিন্তু সমাজে কি শুধু বিলগেটস, ওয়ারেট বাফেনরাই ভূমিকা রাখবে? অথবা তাদের কি বাল্য কালের, কৈশোর বেলায় কি সমস্যা হয় সে ব্যাপারে বাস্তব ধারণা আছে? সুতরাং সমস্যা যেমন সমাজের অসংখ্যা স্তরে, নানা শ্রেণীতে বিভক্ত সমাধানও হতে হবে ঐ সম-সময়ের, বয়সের, চিন্তার মানুষের দ্বারা। ‘আমি আগে এটা হলে, তখন ওটা করব’ এ বাক্য গুলো থেকে কেমন যেন নেতিবাচক গন্ধ আসে। তার থেকে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে, অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করলে সমাজ গঠনে, দারিদ্র বিমোচনে এগিয়ে আসলে আমাদের সমাজে বৈষম্য কমে আসবে। সম্পদে ঐশ্বর্যে সপ্তআসমানে আরোহন করে তারপরে সবাইকে টেনে টেনে সপ্তাকাশে তোলার চেয়ে সবাইকে নিয়ে প্রথম আসমানে থাকাই মনে হয় শ্রেয়।
©somewhere in net ltd.