![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোকিল একটি চরিত্রহীন প্রাণী। তবু মানুষ কোকিলকেই পছন্দ করে। ঘর নেই। সংসার নেই। গোপন পরকীয়ার মত অন্যের বাসায় ডিম পেরে আসে। অতি গোপনে। থাকবে মানুষের থেকে দূরে দূরে সবসময়। তবু মানুষ 'পছন্দ' বিষয়টা কোকিলকেই দিয়ে থাকে।
কোকিলের চেয়ে কাক মানুষঘনিষ্ঠ পাখি। কোকিল এসে বসবে সবচেয়ে উঁচুতে। মগডালে। কাক এসে বসবে গিন্নির খুব কাছের কোন জায়গায়। কাক যত ময়লা বাসি নোংরা খেয়ে পরিছন্ন রাখে আমাদের পরিবেশ। তবু ঝাটার বারিটা এই কাক বেচারার জন্যই।
গিন্নির মন পোড়ে; মন পরে থাকে কোকিলের জন্য।
কাক অভাগাটা এই কবিতা পড়েনি-
"নিউট্রন বোমা বোঝো
মানুষ বোঝো না।"
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩১
মুজাহিদুল ইসলাম আখুঞ্জি বলেছেন: আপনিও ভালো থাকবেন। লেখা ভাল লেগেছে জেনে খুশী হলাম। মন্তব্য করা জন্য ধন্যবাদ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৯
মামুন ইসলাম বলেছেন: ভালো লাগা থাকলো
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবি হেলাল হাফিজের এই দুই লাইনের কবিতাটি আমার খুব প্রিয় !
আপনার লেখাটিও ভালো লাগলো ! + ভালো থাকুন ।