নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মত কিছু নায়

ব্লগার মুজাহীদুল ইসলাম

আমি একজন সাধারন মানুষ এর বেশি কিছু নয়

ব্লগার মুজাহীদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

চিঠি

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৩

প্রিয় প্রিয়ন্তি……. ….. বসন্তের ছোঁয়ায় তোমার উড়ন্ত হৃদয় সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে খেলা করছে জানি । উষার আবীর মিশ্রিত প্রভাতের সিগ্ধ আলো তোমার চেহারাকে করেছে আরও মায়াময়ী আর গোধূলীর অস্ত বেলায় লাল টুকটুকে সূর্য্যটা তোমার কপালের টিপ হয়ে বৃদ্ধি করেছে তোমার সৌন্দর্য্যের ঝকলানি । জোস্না রাতের উজ্জ্বল তারাকারাজি তোমার নাক, কানের দুল আর গলার হার হতে আজও প্রতিযোগিতা করছে । জোনাকী মেয়েরা তোমার কেশের শোভা বাড়িয়েছে বহুগুন । এই সবকিছু মিলিয়ে একদিন তুমি আমার ছিলে । সেই সকালে তোমার ত্বকের স্পর্শে হাসিমাখা মুখ দেখে ঘুম ভাঙ্গত । আবার তোমার মায়াবী চোখে তাকিয়ে তাকিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে যেতাম প্রতিরাতে । অথচ আজ তোমার কিছুই আমার অধিকারে নাই । স্মৃতিগুলোও দিন দিন শত্রুতা করছে যেন । তারপরেও আমার অন্তরাত্মা চিৎকার করে জানাচ্ছে, তুমি ভালো আছ এবং তোমাকে ভালো থাকতেই হবে । …… প্রেয়সী ! বিশ্বাস করো, তুমি এত ভালো কথা রাখতে পারো তা আমি কোনদিনই বুঝতে পারিনি । সেদিন তুমি বলেছিলে, তোমাকে ভুলে যেতে হবে এবং তুমিও আমাকে ভুলে যাচ্ছ ! অন্যান্য দুষ্টামীর মত এটাও তোমার ছেলেমানুষী মাখা দুষ্টামী ভেবে এবং তোমাকে ক্ষেপিয়ে দেয়ার জন্য সেদিন তোমার সাথে সাথেই বলেছিলাম, তুমি যা বলছো তাই হবে ! কে জানত, ওটাই তোমার সাথে আমার শেষ দেখা আর শেষ কথা হবে । সেদিন তোমার চোখের কোনে পানি ছিল কিনা মনে করতে পারছি না তবে সেখানে হাসির রেখা যে ছিলনা তা আজও স্পষ্ট মনে আছে । অবশেষে তুমি কথা রেখেছিলে । তাই একদিনের জন্যও আমকে মনে রাখনি । তবে বিশ্বাস করো, আমি কথা রাখতে পারিনি । আজ বেলা- অবেলায় শুধু তোমাকেই মনে পড়ে । সেই কাকডাকা সকালে কিংবা নিঃশব্দ রাতজুড়ে শুধু তুমিই থাক ছায়া হয়ে আমার চারপাশে । ….. প্রিয়া ! সেই শীতের সকালের কথা মনে আছে ? যেদিন কুয়াশা গিলে ফেলেছিল গোটা প্রথিবীটাকে । কাউকে না জানিয়ে আমরা বেড়িয়েছিলাম রাস্তার পাশে টোল দেয়া দোকানে চায়ের তালাশে । চায়ের ধূমায়িত কাপ হাতে নিয়ে তুমি আমাকে শপথ পড়িয়েছিলে, যাতে কোনদিন ছেড়ে না যাই তোমাকে । সেদিন বোধহয় আমি তোমাকে শপথ পড়াইনি কিন্তু তুমিই চিৎকার করে আকাশ, বাতাস, আগুন, পানি আর মাটিকে জানিয়েছিলে, তুমি আমাকে ভালোবাস আর চিরকাল আমার সাথেই র’বে । তোমার পড়ানো শপথ আমি আজও মনে রেখেছি অথচ স্বপ্রণোদিত হয়ে তুমি যা বলেছিল তা বুঝি নিছক কথার কথাই ছিল ! ….. তোমার আদেশে অন্য কেউ আজও হয়ত ঘুমাতে যায় আবার ঘুম থেকে জাগে-দুর্ভ্যাগ্য আমার কেননা সে মানুষটির মত সৌভাগ্য আমার হয়নি । তারপরেও তোমার প্রতি কোন অভিযোগ নাই, অভিশাপের তো প্রশ্নই ওঠে না । যাকে ভালোবাসতাম, ভালোবাসি তাকে দোষারোপ করার মত প্রেমিক নই । ওটা শুধু তোমার জন্যই বরাদ্ধ রেখেছি । যত পার আমায় দিয়ো । ভালো থেক তুমি, আর ভালো রেখ তোমার স্বজনদের । স্মৃতিগুলোকে সম্বল করে কেটে যাক আমার এ জনম । …… ইতি হঠাৎ মনে হচ্ছে, তুমি কি নামে ডাকতে সেটা স্মরণ করতে পারছি না । ……

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.