নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মত কিছু নায়

ব্লগার মুজাহীদুল ইসলাম

আমি একজন সাধারন মানুষ এর বেশি কিছু নয়

ব্লগার মুজাহীদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

।।সাংবাদিকের গুণাবলি।।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৩

বাইরে থেকে যেমন মনে
হতে পারে,
সাংবাদিকতা একটা
শৌখিন আরামদায়ক
পেশা, আসলে তা নয় ।
অন্য পেশার ঘনিষ্ঠ
কোন বন্ধুর সঙ্গে দেখা
হলে কুশল বিনিময়ের
এক পর্যায়ে বলেই
ফেলেন, তোমাদের তো
স্বাধীন পেশা, যখন
যেখানে ইচ্ছে যেতে
পার, যার সঙ্গে যখন
ইচ্ছে দেখা করতে পার
।বেশ মজার চাকরি
কর বটে ।বন্ধু হয়তো
এমন সময় কথাটা
বললো যখন
রিপোর্টারের কোন
একটা ঘটনাস্থলে
তৎক্ষণাৎ ছুটে যেতে
হবে, আসল মজাটা
কেমন তা খুলে বলতে
গেলে যেটুকু সময়
প্রয়োজন তাও বন্ধুর
জন্য ব্যয় করার
ফুরসতও হয়তো তখন
নেই ।এ অবস্থায় হ্যাঁ
তা করি, দোস্ত
তোমাকে আমি পরে
ফোন দেবো এখন একটা
জরুরী কাজ আছে
বলেই কর্তব্যস্থলের
দিকে ছুটে চলেন
সাংবাদিক ।
প্রকৃতপক্ষে
সাংবাদিকতা একটি
সময়নিষ্ঠ ও
শ্রমসাধ্য পেশা । কিছু
নির্দিষ্ট ক্ষেত্র
ছাড়া সাংবাদিকদের
জন্য অন্য সকল
পেশার মতো নয়টা-
পাঁচটা কিংবা দশটা-
ছয়টার ধরাবাধা
সময়সূচি নেই অথবা
সপ্তাহে দুদিনসহ অন্য
সব সাধারণ ছুটি ভোগ
করে সমাজ সংসারের
নানা কাজে নিজেকে
নিয়োজিত রাখবেন
তেমন সুযোগও নেই ।
সাংবাদিকদের
(বিশেষত
রিপোর্টারদের) যে
কোন পরিস্থিতিতে,
যে কোন মুহূর্তে
কর্তব্য ও কাজে
বেরিয়ে পড়ার জন্য
প্রস্তুত থাকতে হয় ।
চলবে.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.