![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন অনেক রাত।
আকাশে অসংখ্য তারা
ঝিকিমিকি করছে।
বাইরে ঝিঁঝিঁ পোকা
মিটমিট করে আলো
দিচ্ছে। ঘড়ির কাটা
টিকটিক করে বেজেই
চলছে। সবাই এ মুহূর্তে
গভীর নিদ্রায় মগ্ন।
কেউ হয়তো বা এ
মুহূর্তে সুখের স্বপ্ন
দেখছে। জানিনা তুমি
এখন কি করছ। আমি
এখন নির্জন কক্ষে
একা বসে শুধু তোমার
কথাই ভাবছি।
প্রিয়া, তুমি আমার
বুকভরা ভালোবাসা
নিও। আর সাথে নিও
লাল গোলাপের
শুভেচ্ছা। কেমন আছ?
আশা করি ভাল আছ।
ভাল থাকাই আমার
কামনা। প্রিয়া, আমি
তোমাকে একান্ত আপন
করে পেতে চাই। আমি
তোমার জীবনের শেষ
মুহূর্তটি পর্যন্ত
অপেক্ষা করে যাব।
তুমি সুন্দর, সত্যি
তোমার সৌন্দর্যের
প্রশংসা না করে
পারছিনা। তোমার চেয়ে
তোমার সুন্দর মনটাকে
আমি অনেক বেশি
ভালোবাসি। চিঠির
মাঝে তোমার প্রতি
রইল আমার সোহাগ
ভরা কিস। সাদরে বরণ
করে নিও। আর
দেড়ীতে চিঠি দেওয়ার
জন্যে রাগ করো না,
প্লিজ লক্ষ্মীটি।
আর হে, আমি কিন্তু,
অল্প দিনের মধ্যেই
তোমার কুলে ফিরে
আসব। ভাল থেকো।
তোমার মঙ্গল জীবন
কামনা করে আজকের
মতো এখানেই বিদায়
নিলাম।
খোদা হাফেজ।
ইতি
শুধু তোমার
২| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬
ব্লগার মুজাহীদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
৩| ০৬ ই মে, ২০১৬ রাত ১০:৩৬
ফকির ভাই বলেছেন: দারুন কবিতা
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪
বিজন রয় বলেছেন: দারুন প্রেমের কবিতা।
+++