![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি ছাড়া
নিজেকে ভাবতে
পারি না।
তুমি ছাড়া
রঙধনুটা
বিদগ্ধ হৃদয়ে
পোড়া ক্ষত,
ঝলমলেরোদের
ছটা
গোলাপের পাশে
কাটার মত।
তুমি ছাড়া জীবন
আমার
সাগরে জলে ভাসা
খড়কুটো,
তুমি ছাড়া জীবন
আমার
বিন্দু থেকেও
অতি ছোট ।
জোছনা যেন সারা
রাত
তুমি ছাড়া ছড়ায়
উত্তাপ,
জোনাকী বনে
জ্বলে জ্বলে
দগ্ধ হৃদয়ের কথা
বলে।
তুমি ছাড়া জীবন
আমার
ভস্ম হওয়া
ছাইয়ের মত,
তুমি ছাড়া জীবন
আমার
বিন্দু থেকেও
অতি ছোট ।
ছোট ছোট
স্বপ্নের দল
চোখের কোণে
দিশেহারা,
মুক্তো দানার
হাসির ঠোটে
থেমে গেছে কথার
ফোয়ারা।
তুমি ছাড়া জীবন
আমার
ফুলদানীতে মরা
ফুলের মত,
তুমি ছাড়া জীবন
আমার
বিন্দু থেকেও
অতি ছোট ।
©somewhere in net ltd.