নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

িবখাউজ

সামহয়ােরেলখহর্িচ্ছা

প্রবাসদাস

ভােলাবািসেদশ

প্রবাসদাস › বিস্তারিত পোস্টঃ

মুুক্তাগাছায় দুস্থ মহিলাদের কর্মসংস্থান

০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫০

ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ২০০ মহিলাকে পুরুষের সম মজুরির ভিত্তিতে কর্ম সংস্থানের ব্যবস্থা করা হয়েছে ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্ত প্রায় মহিলারা মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, স্কুল সহ বিভিন্ন স্থানে মাটি ভরাটের কাজে তাদের নিয়োজিত করা হয়। ৪০ থেকে ৫০ দিনব্যাপী কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীর আওতায় এই মহিলারা পাবেন প্রতিদিন জনপ্রতি ৩০০ টাকা ।

মুক্তাগাছা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৮নং দাওগাঁও ইউনিয়ন প্রোগ্রাম অফিসার ফারুক জেংচাম জানান যে সকল মহিলারা কর্মসংস্থানের অভাবে অনাহারে, অর্ধাহারে দিন যাপন করছে এবং মহিলাদের কাজের ক্ষেত্রে গুরুত্ব কেউ দেয়া না তাদের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মুক্তাগাছা “সামাজিক নিরাপত্তা কর্মসূচি” (কাজের বিনিময়ে অর্থ) কর্মসূচির আওতাভুক্ত করা হয়েছে।

এ কর্মসূচি তে হতদরিদ্র মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টি, পুরুষের সম মুজুরী প্রতিষ্ঠা, সম্পদ বৃদ্ধি ও এলাকার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নারীদের অংশগ্রহণ ও সামাজিক নিরাপত্তা মূল উদ্দেশ্য।

সরে জমিনে ৮নং দাওগাঁও ও ৭নং ঘোগা ইউনিয়নে মহিলাদের সাথে আলাপ কালে জানা যায় দৈনিক ৩০০টাকা মুজরী প্রদান করা হয় এবং ১০০টাকা সঞয় হিসাবে তাদের দলীয় একাউন্ট এ জমা রাখা হয় যা দিয়ে পরবর্তী সময়ে পশুপালন সহ পারিবারিক দূর্যোগ মোকাবেলায় সহায়ক হবে।

পোড়াবাড়ী গ্রামের আরতী রবিদাস বলেন,“ নিচু জাতের বলে আমগো কেউ কাম দিত না,মাটি কাটার কাম কইরা ছাগল পালন করতাসি। এভাবে এই কাম সারা বছর থাকলে সংসারডা দাড়াইয়া যাইতো”।মুুক্তাগাছায় দুস্থ মহিলাদের কর্মসংস্থান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.