![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় উপজেলার মানকোন উচ্চবিদ্যালয়ে মানকোন ইউনিয়ন আনসার-ভিডিপির এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইফতেখার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমান্ডান্ট মোঃ জিয়াউল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানকোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এবং ইউনিয়ন আওয়ামী লিগের সভাপতি রফিকুল ইসলাম বাহাদুর প্রমূখ। ভিডিপি ইউনিয়ন দলনেতা-দলনেত্রী তাদের বাৎসরিক সার্বিক কার্যাক্রমের প্রতিবেদন পাঠ করেন।
সমাবেশে বক্তাগণ বলেন আইন শৃংখলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরা পুলিশ ও অন্যান্য বাহিনীর সাথে আন্তরিক ও সাহসীকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইতিমধ্যে রেল লাইনে নাশকতা রোধে এবং সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে জীবনের ঝুকি নিয়ে জনগণের জানমাল রক্ষা ও সরকারী সম্পদ রক্ষায় দিন-রাত কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথি তার কক্তব্যে বলেন আর্থসামাজিক উন্নয়নে গ্রামীন জনগোষ্ঠিকে স্বচেতনতাবৃদ্ধি করতে এ বাহিনীর সদস্য সদস্যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সদস্য সদস্যাদের ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষনের মাধ্যমে আত্ম নির্ভরশীল করে তুলার প্রয়াশ অব্যহত রয়েছে। তাই মৎস্যচাষ, হাঁসমুরগী গবাদী পশু পালন, অনাবাদী ও পতিত জমিতে বৃক্ষরোপন, ফলমুল শাক সব্জীরচাষ করে পরিবারের অর্থনৈতিক পরিবর্তন আনার গুরুত্ব আরোপ করেন।
সামাজিক আইনশৃংখলা রক্ষা, মাদক নিয়ন্ত্রন, নারী ও শিশুপাচার রোধ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে তথ্য সরবরাহের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতায় আরো গুরত্বপূর্ণ ভূমিকা রাখার আহব্বান জানান।
প্রধান অতিথি সমাবেশ শেষে বিভিন্ন ক্ষেত্রে আইন-শৃখলা রক্ষায় দায়িত্ব পালন ও সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রাখার জন্য বাইসাইকেল, টর্চলাইট ও ছাতা পুরস্কার হিসেবে বিতরণ করেন। সমাবেশে মানকোন ইউনিয়নের ১০০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । গত ৩১ মার্চ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
ছবি ক্যাপশন , মানকোন ইউনিয়ন আনসার-ভিডিপির সমাবেশে বাইসাইকেল পুরস্কার বিতরন করছেন জেলা কমান্ডান্ট মোঃ জিয়াউল হাসান ।মুক্তাগাছায় আনসার ও ভিডিপি সমাবেশ
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৯:২১
প্রবাসদাস বলেছেন: এগিয়ে যাচ্ছে আনসার ভিডিপি