নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুশমন নেই.

একাকি দুশমন

একাকি দুশমন › বিস্তারিত পোস্টঃ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ২য় রানার্স আপও বিবাহিত!

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪


'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' বিতর্ক যেন কিছুতেই থামছে না। বিয়ের তথ্য গোপন করার অভিযোগে বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিল মুকুট খোয়ানোর পর অভিযোগ উঠেছে নবঘোষিত দ্বিতীয় রানার্স আপ রুকাইয়া জাহান চমকও ছিলেন বিবাহিত

গত ২৯ সেপ্টেম্বর রাতে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। এরপর গত ছয়দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এভ্রিল ছিলেন সবচেয়ে আলোচিত নাম। বিজয়ী হওয়ার পর গণমাধ্যমে উঠে আসে তার বিয়ে ও বিচ্ছেদের খবর। এর পরিপ্রেক্ষিতে ফেসবুক লাইভে এসে বিয়ে ও বিচ্ছেদের কথা স্বীকার করে নেন তিনি। তবে তার দাবি, সে সময় বয়স কম থাকায় মতের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছিল তাকে।



এরই পরিপ্রেক্ষিতে বুধবার অন্তর শোবিজ এবং ওমিকন এন্টারটেইনমেন্ট রাজধানীর ওয়েস্টিন ঢাকা হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন করে বিজয়ীদের নাম ঘোষণা করেন। যেখানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে জেসিয়া ইসলামকে মুকুট পরানো হয়। এবং যথাক্রমে ১ম রানার্স আপ ফাতেমা তুজ জোহরা, ২য় রানার্স আপ রুকাইয়া জাহান চমক ও সঞ্চিতা রানী দত্তকে করা হয়। তবে এভ্রিলের বিতর্ক যেতে না যেতেই আরেকজনের বিয়ের খবর পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যম চমকের !

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে বিবাহিত নামে দেয়া আছে, যেখানে তার স্বামীর নাম দেওয়া ছিল খান এইচ কবির। তাদের বিয়ের স্ট্যাটাসটি পোস্ট করা হয়েছিল ফেব্রুয়ারির ১৫ তারিখে।

বুধবার অনেকেই তাদের এই স্ট্যাটাসটি দেখলেও বৃহস্পতিবার সকাল থেকেই দুজনের ফেইবুক প্রোফাইলে আর কিছুই পাওয়া যায়নি।

এছাড়া, সেরা দশের মধ্যে আরো ৪-৫ জনের বিয়ের খবর পাওয়া গিয়েছে বলেও জানা গেছে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

মানিজার বলেছেন: :-P

মজা নেও বাংালী ।

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

একাকি দুশমন বলেছেন: :-P :-P

২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হায় খোদা,
এত অল্প বয়সে কেন যে বিয়া করে ?

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

একাকি দুশমন বলেছেন: বিয়ের জন্য ‍উপযুক্ত সময় মনে হচ্ছে।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

শায়মা বলেছেন: হা হা এটাই প্রমানিত হয় বাল্য বিবাহের দেশ বাংলাদেশ! এখনও এই বদনাম ঘুচাতে পারেনি!

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

একাকি দুশমন বলেছেন: বাল্য বিবাহ বন্ধ না হলে বদনাম ঘুচবে কেমনে ?

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব্বাই খালি বাল্য বিবাহের দুষ দিতাছেন ক্যান!

কেউ কয়না , তারা মিথ্যুক!!!!
তারা তথ্য গোপন করছে। তারা ভুল করছে।

আর দরকার হইলে .. সব মেধা, যোগ্যতা আর প্রতিষ্ঠার জন্য ’শরীরই সব তত্ত্বে’ বিবাহিতাগো লাইগ্য মিসেস বাংলাদেশ কম্পিটিশন লাগায় দেন!!!
ব্যাস..

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

একাকি দুশমন বলেছেন: তারা ডাহা মিথ্যুক। তবে বিবাহিতদের অংশগ্রহণের সুযোগ দেয়া ‍উচিৎ।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩

বনসাই বলেছেন: এক খরচে ডাবল ফায়দা!
'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' আর 'মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ' দুটোই পেলো অন্তর শোবিজ।

এ এক মিথ্যার বেসাতি! ২৯ তারিখের আগে কিছুই জানতাম না। আর এখন চারদিকে খবর আর ফাপর।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭

একাকি দুশমন বলেছেন: লাস্ট ১০ জনের মধ্য ৪/৫ জনই নাকি বিবাহিত। তথ্য গোপনে সবাই জড়িত।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২

হাফিজ হুসাইন বলেছেন: পুরাই ফাউল একটা প্রতিযোগিতা। নিজের রূপ আছে এটা কী সারা দুনিয়ার কামুক পুরুষদের দেখাইতে হবে। রূপ থাকাই মনে হয় সব যোগ্যতার মাপকাঠি। রূপ থাকলেই সেলিব্রেটি।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭

একাকি দুশমন বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))

৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: বিশ্বসুন্দরী তো সুন্দরীই, তার আবার বিয়া অবিয়ার কি আছে?

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

একাকি দুশমন বলেছেন: নিয়ম অনুযায়ি ‍এই সুন্দরীরা বিয়ে করলে বা তথ্য গোপন করলে ‍আর সুন্দরী থাকবেন না। ধন্যবাদ

৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪

হাফিজ হুসাইন বলেছেন: কি বুঝাইলেন

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

একাকি দুশমন বলেছেন: আপনার সাথে ‍একমত পোষন করলাম।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪

হাফিজ হুসাইন বলেছেন: কি বুঝাইলেন

১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে শয়তানী করার তাকে বিয়ে দিয়ে দিলেও যে শয়তানী বন্ধ হবে না তার প্রমাণ...

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬

একাকি দুশমন বলেছেন: হা হা হা। সত্য বলেছেন ভাই। ধন্যবাদ

১১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮

আবু তালেব শেখ বলেছেন: কেন মিস ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বলে আমাদের চিল্লাইতে হবে? আর কোন নিউজ নেই মিডিয়া গরম করার?

১২| ০৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪০

প্রশ্নবোধক (?) বলেছেন: রোহিঙ্গাদের দিক থেকে চোখ ফেরাতে এইসব অনুষ্ঠান।

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিবাহিত হলেই কি তাদের সৌন্দর্য হারিয়ে যায় ?
বিবাহিতরা কি মৃত যে তাদের সৌন্দর্য প্রকাশের যোগ্যতা হারায়?
বরং এটা তাদের ক্রেডিট যে বিবাহিত হবার পরেও অবিবাহিতদের
টেক্কা দিয়ে নিজেদেরকে সুন্দরী বলে জাহির করতে পেরেছে।

০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭

একাকি দুশমন বলেছেন: সেটা ‍আয়োজকরাই জানে ব্রো।

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

অনল চৌধুরী বলেছেন: এসব প্রতিযোগিতা হচ্ছে নারী ব্যবসায়ীদের অআয়োজনে দেশী-বিদেশী ধনীদের জন্য পেশাদার পতিতা সংগ্রহ প্রতিযোগিতা।এগুলিতে যারা অংশ নেয়,তাদের ৯৯% ই আগে থেকেই পতিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.