নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের জন্য, দশের জন্য -

আমার মতোই আমি

ময়দার রসেগাল্লা

বলার চেয়ে লিথতে পছন্দ করি । পড়তে ভীষন ভাল লাগে ।

ময়দার রসেগাল্লা › বিস্তারিত পোস্টঃ

নীল নয় কৃষ্ণচূড়া

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১

আমার প্রথম প্রেম, প্রথম চাওয়া

তোমার চুলের মৃদু হাওয়া ।

ফাগুনের কোন শেষ বিকেলে

কৃষ্ণচূড়ার রঙ্গিন খোলে

ভালবাসা দিও,

দিও নীল বেদনা ।



যদি আমি তোমায় ফেলে,

যাই কখনো দুরে চলে ।

জেনে রেখো হারাবো আমি

সুদূর নীল সীমানায়,

আর তোমার জন্য আমার ভালবাসা

রেখে যাবো আগুন লাগা কৃষ্ণচূড়ায় ।



বসন্তের কোন শেষ বিকেলে,

আকাশ যখন ছাইবে নীলে ।

ভেবো আমি তোমার কোলে,

কেদোঁ তখন হৃদয় খুলে ।

আর কখনো নীল ভালবেসো না

নীল বড় কষ্টের .....।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

লাবনী আক্তার বলেছেন: চমৎকার লাগল। এটা গান হলে ভালো লাগবে অনেক।


কৃষ্ণচূড়া আমার খুব প্রিয় একটা ফুল। কৃষ্ণচূড়া নিয়ে আমারো একটা কবিতা আছে।

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

ময়দার রসেগাল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে । আপনি গাইতে পারেন ? আমাদের বাড়ীতে বিশাল বড় বড় কৃষ্ণচূড়া গাছ আছে । গাছ গুলোর জন্য মায়া হয় । তাই জমিটুকুতে কোন ঘর নেই । আপনার কবিতাটা একসময় পড়ে নিব ।

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

এম মশিউর বলেছেন: অনেক ভালো লাগলো।

সত্যিই গানের মতই অনেকটা।

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬

ময়দার রসেগাল্লা বলেছেন: এটা গান হবে না , ভাই সাহেব । ছন্দের মিল নেই । ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.