![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
খবর টা দেখে শেয়ার না করে পারলাম না। একদিন গ্রামীণফোনে জব না পেয়ে খুব কষ্ট হয়েছিল। ৩ বার ইন্টারভিউ / হাবিজাবি দিছিলাম । কিন্তু হল না । ইদানিং গ্রামীণফোনের কিছু আচরন খুব পীড়াদায়ক ।
দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদের যোগদানের তারিখ যতোই এগিয়ে আসছে ততোই অপারেটরটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা আর দুঃচিন্তা বেড়েই চলেছে। এদের কেউ কেউ চাকরি হারানো, বর্তমান পদের তুলনায় কম গুরুত্বপূর্ণ পদ দেওয়াসহ নানা দুঃচিন্তা করছেন।
একই সঙ্গে বাংলাদেশ থেকে ব্যবসাটিকে পুরোপুরি ভারত কেন্দ্রিক করে ফেলার আশংকার কথাও জানিয়েছেন অনেকে। এয়ারটেল যেই মডেলে ভারত থেকে বাংলাদেশে অপারেটর করছে, গ্রামীণফোনও একই মডেল অবলম্বন করতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন অনেক উচ্চপদস্থ কর্মকর্তা।
ভারতীয় নাগরিক ভিবেক সুদ আগামী ৭ জানুয়ারি গ্রামীণফোনে যোগ দেবেন। তার আগেই তাকে দায়িত্ব বুঝিয়ে দেবেন সর্বশেষ নওরোজিয়ান সিইও টরে ইয়ানসেন।
গ্রামীণফোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বলছেন, সবাই এখন শতর্কতামূলক অবস্থানে রয়েছেন। এতোদিন হাইপ্রোফাইল সব সিইওরা ঢাকায় আসলেও এই প্রথম খুবই লো-প্রোফাইল একজনকে নিয়োগ দিয়েছে গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ভারতের টেলিনটরের বাঁচি কী মরি অবস্থা। সেখান থেকে একজন ফাইন্যান্সসিয়াল অফিসারকে আনা হয়েছে। সে মূলত ব্যবসা কেন্দ্রিক কার্যক্রম বাড়িয়ে নিতে চাইবে। যেভাবেই হোক যতোটা সম্ভব লাভের অংক বাড়িয়ে নেওয়াই হবে তার মূল কৌশল। সে জন্যে আরেকবার বড় ধরনের ছাটাই হবে বলে আশংকা ওই কর্মকর্তার।
তারা বলেন, এমননিতেই টেলিনর চাইছিল ঢাকায় আর বিনিয়োগ না বাড়িয়ে যতোটা সম্ভব ভারত থেকে এনে বা ভারতীয় কোম্পানির মাধ্যমে কাজ চালিয়ে নিতে। এখন এর পরিমান আরো বাড়বে।
অপর এক কর্মকর্তা জানান, ভিবেক সুদকে ভারতীয়রাই আউট সোর্স স্পেশালিষ্ট হিসেবে চেনে। তিনি কোম্পানির মধ্যে কোনো ডেভেলপমেন্ট না করে বরং বাইরে থেকে ভাড়ায় কাজ চালিয়ে নিতে ওস্তাদ। নিশ্চয়ই বাংলাদেশেও তিনি একই কাজ করবেন। ফলে গ্রামীণফোনের অনেক কিছুই ম্যানেজড সার্ভিসে চলে যাওয়ার আশংকা রয়েছে।
বর্তমানে কাষ্টমার সার্ভিস এবং অপারেশন ম্যানেজমেন্ট ভারতের কোম্পানির মাধ্যমে আউটসোর্স করার প্রস্তুতি নিচ্ছে গ্রামীণফোন। ভিবেক সুদ আসার পর আউটসোর্সিংয়ের পরিমান আরো বাড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক তাদের অনেকেই বলছেন, ভারতীয় সিইও নিশ্চিয়ই তাদের দেশ থেকে আরো অনেক লোককে গ্রামীণফোনে নিয়ে আসতে চাইবেন। তাছাড়া গ্রামীণফোনের সঙ্গে ঢাকার অনেক ব্যবসাও এখন ভারত ও ভারতীয়দের দখলে চলে যাবে বলে মনে করছেন তারা।
ধন্যবাদ
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
আহসান২২ বলেছেন: thanks 4 share.
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
গ্রাম্যবালিকা বলেছেন: খারাপ খবর। হাহ! ভালো কোন খবর আছে নাকি দেশে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
টানিম বলেছেন: ধন্যবাদ
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
টানিম বলেছেন: গ্রাম্যবালিকা : ঠিক ই বলছেন । শুধু খারাপ নিউজ ।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
টানিম বলেছেন: আহসান২২ : ধন্যবাদ ।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০০
অরন্য জীবন বলেছেন: সরকার যেমন টেলিকম কোম্পানী গুলোকে যাতাকলে ফেলেছে, ঠিক তেমনি কোম্পানীগুলো দেশের মানুষদের যাতাকলে ফেলছে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
টানিম বলেছেন: এই সমসয়া যে কবে শেষ হবে। টেলিটক কিন্তু সার্ভিস আরও ভাল করতে পারত। ধন্যবাদ
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪
শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনি প্রায় ৩/৪ মাস আগের নিউজ দিছেন, তার মধ্যে নতুন ঢালছেন খালি সুদের কথা!
বিষয় আরও গভীরে গেছে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
টানিম বলেছেন: অনেকের কাছে এই নিউজ টি জানা নেই । তাই দিলাম। আপনারা আ্যাডভান্স ইউজার । ধন্যবাদ
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
ফিরোজ-২ বলেছেন: অরন্য জীবন বলেছেন:
সরকার যেমন টেলিকম কোম্পানী গুলোকে যাতাকলে ফেলেছে, ঠিক তেমনি কোম্পানীগুলো দেশের মানুষদের যাতাকলে ফেলছে।
ভালো বলেছেন...........
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
টানিম বলেছেন: হুম ...
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এই শালার চেহারা দেখেইতো বিরক্তিকর লেগেছে আমার কাছে, কেমন একটা ইন্স্যুরেন্সের দালালের মতো ভাব-সাব, এ নাকি গ্রাফীনফোনের সিইও। গ্রামীনফোন ধুয়ে এবার ইন্ডিয়া পাঠাবে মনে হয়।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
টানিম বলেছেন: চরম একটা লাইক । ধন্যবাদ
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬
এন এফ এস বলেছেন: আমার প্রিয় অপারেটর এখন ভাদাগিরি করবে?
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
টানিম বলেছেন: hmmmm ...
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
একটু স্বপ্ন বলেছেন:
ভারতীয়করণ! ওরাতো বেনিয়া, বাণিজ্য ছাড়া বুঝেনা কিছু....
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
টানিম বলেছেন: beniya... but sob kicu teke amder teke pichay ase ... oder teke amra onk valo asi... arame asi ...
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
টানিম বলেছেন: কারো কোন মন্তব্য নেই ।