নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

B.Sc in EEE এবং বর্তমান চাকুরী বাজার : পর্ব ১

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সকল ব্লগার এবং পাঠক কে আমার আন্তরিক শুভেচ্ছা । যারা এই বছর ইন্টারমেডিয়েট দিয়েছ অথবা দিবা / যারা Electrical and Electronic Engineering পড়তে আগ্রহী এই লেখা তাদের জন্য । আমি এই পোস্টে EEE এবং Job Market নিয়ে আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো।



আমি একটা বেসরকারী ইউনি পড়ানোর কাজে আছি । আগেই বলে নিলাম। আমি AIUB থেকে EEE তে পড়াশুনা শেষ করেছি বছর তিনেক হল। অনেক গুলো চাকুরী এবং জব রিলেটেড কথা বার্তা আমার কাছ থেকে দেখার এবং জানার সুযোগ হইছে । তাই এই লেখা টা।



কোন প্রাইভেট / পাবলিক ক্যাচালে আমি যাব না। করো যদি এই ধরনের মন্তব্য দেয়ার ইচ্ছা হয় তবে আমি মন্তব্য ডিলেট করতে বাধ্য হব ।



প্রথমেই বলে নিই , আমি প্রায় ৩ বছর এর উপর হবে বিভিন্ন জবের জন্য ভাইবা দিয়েছে। মোট ৪০ টা কোম্পানি হবে। (আমার কাছে সব কোম্পানির নাম আছে)। আজ পর্যন্ত কোন ইন্টারভিউ বোর্ড আমাক প্রশ্ন করে নাই কেন আমি প্রাইভেট ইউনি থেকে পড়াশুনা করছি। তাই যারা প্রাইভেট ইউনি তে আসো তারা মোটেও ইনফিরিয়র কমপ্লেক্সেসিটি তে ভোগ না । কেউ তোমাকে প্রশ্ন করবে না , প্রাইভেট ইউনি থেকে কেন।




এখন আসি কেনো এই সাবজেক্ট টা পড়বা- যে কেউ সিভিল/কম্পিউটার/মেক্যানিকাল/আর্কিটেকচার পড়তে পারে। এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো শুধু একটি স্পেশালাইজড ফিল্ড নিয়ে। কিন্তু ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়লে তুমি সবগুলা ফিল্ডে কাজ করতে পারবা । তুমি চিন্তা করে দেখ কোথায় ইলেকট্রন এর ব্যবহার নেই আজকের এই সভ্যতায়। তুমি একটা সাবজেক্ট এর ফিজিক্স থেকে তার রসানয় সব জানতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর বিকল্প নেই ।



তড়িৎ প্রকৌশল, প্রকৌশলবিদ্যার অন্যান্য যেকোনো বিষয়ের চেয়ে অনেক বেশি Advanced, শুধু তাইনা এর কর্মপরিধিও অনেক বেশি। বিদ্যুৎ শক্তি, নিয়ন্ত্রণ প্রকৌশল, ইলেকট্রনিক্স, মাইক্রোইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, সহায়ক যন্ত্র সম্পর্কিত প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, বায়োমেডিক্যাল প্রকৌশল কি নাই যাতে তুমি কাজ করতে পারবা না ? তুমি চার বছরের পড়াশুনা তে এই যেকোন একটি বিষয় যদি ভাল করে বুঝতে পার , তোমাকে আর পায় কে। মনে রেখ , কোন বিষয় কে ছোট করে দেখ না।

এখন আসি, চাকুরীর বাজার নিয়ে। একটা কথা মনে রাখবা, তোমার রেজাল্ট যাই হোক না কেন, চাকুরীর ইন্টারভিউ এ ৫ মিনিট সময়ের মাঝে তোমাকে প্রমান করতে হবে যে তুমিই বেস্ট। তাই বেসিক খুব ভাল থাকা চাই ।



মার্কেট এ ঢোকার আগে একটা জিনিস পরিষ্কার করে বলে দেই যার মামা, চাচা, বড়ভাই মানে ভালো লিঙ্ক আছে বাংলাদেশে জব এর জন্য তার টেনশন না করলেও চলবে। কিন্তু এই লেখাটা তাদের জন্য যাদের কোন লিংক নেই (আমার মত)।



যারা জব খুজবা তারা আগেই তোমাদের পছন্দের বিষয়টা(Telecommunication,/IT,/Automation/Power Engg./Software/VLSI/Power System ) রপ্ত করে নিবা। খুব সুন্দর একটা সিভি বানাবা। তোমার যা যা স্কিল আছে লিখবা । তোমারা পড়া শেষ করার সাথে সাথে CCNA,/ CCNP,/ PLC,/ Microcontroller এর একটা/দুইটা কোর্স করে নিবা। তাতে তোমাদের জানার পরিধি বাড়বে এবং সিভি টা ভারী হবে। পাশাপাশি তোমরা IELTS/TOEFL, GRE পড়া শুরু করতে পার, (যাদের বাইরে যাবার ইচ্ছা আছে)





১। আমাদের দেশে ইলেকট্রনিক্স এর ফিল্ড খুব বেশি ভালোনা। হাতেগোনা কিছু VLSI ডিজাইন কোম্পানি আছে। আরও অনেক বছর পর এই ফিল্ডে সবচেয়ে বেশী জব থাকবে।



২। টেলিকমের ফিল্ড Saturated অবস্থায় আছে। সাবকন কিছু আছে ভাল সেখানে চেষ্টা করতে পার । huawei, ericsson,NEC, এর মতো কিছু ভেন্ডার আছে। কিন্তু পরিচিত আর জানাশুনা পাবলিক না থাকলে কল পাওয়া মুশকিল।



৩। যদিও দেশে অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এরপরও সুযোগ কম।অনেক পাওয়ার প্ল্যান্ট এ ডিপ্লোমা ইঞ্জিয়ার দিয়ে কাজ চালিয়ে নেয়। কিন্তু এখনও অনেক জব পাওয়া যায় । (BSRM.KSRM,Energy PAC,POwer Pac,Rohim-afroze,LG,RANGS,SAMSUNG,WALTON ...) এইসব জায়গায় সিভি এর হার্ড কপি জমা দিয়ে রাখবা।



৪। এই মুহূর্তে IT, Networking, Software, এসব ফিল্ডে প্রচুর জব রয়েছে। তাই প্রোগ্রামিং এ স্কিল থাকলে জব পাওয়া খুব সহজ।




হতাশ হবার দরকার নেই। শুধু নিজের স্কিল বাড়াও । জব অবশ্যই পাবা । কোন প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে এতটুকু । এটা নিয়ে আরও লিখার ইচ্ছা আছে । কোথাও ভুল থাকলে , ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ধরিয়ে দিবেন ।



ধন্যবাদ

ম. তানিম।

সিলেট।

মন্তব্য ৩৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

টানিম বলেছেন: plz comments diben ...

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

শয়ন কুমার বলেছেন: ভাই লাষ্ট ইয়ারে আছি, সিজিপিএ তো ভাল না, ৩.২৫ ।চিন্তার মধ্যে আছি । Power এ ক্যারিয়ার করতে মন চায় ।এই ফিল্ডের জন্য B.Sc শেষে কি এজন্য এক্সটা কোন কোর্স করা লাগবো ??

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

টানিম বলেছেন: Tumi TICI te jaya akta PLC course korba + aro kicu course offer kore ... u must do that ... DO NOT WORRY ABOUT CGPA... BLV ME ...

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

আরাফাত ইসলাম বলেছেন: ভাই, আমার ছোট ভাই এবার রুয়েট এ Electronics and Telecommunication এ ভর্তি হইসে ।
আচ্ছা Telecommunication না civil engineering কোনটা বেশী ভাল ???

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

টানিম বলেছেন: VAi ami kiccu boltc na ... r8 now ... total telecom field saturated ... kono job nai ... ja ase tate salary 12 hazar ar upor na ... ami bolbo CIVIL ...

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

রবি কিরণ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।আমার সিজিপিএ খুব ভাল না,3.36।আপাতত একটা জব খুজছি।দোয়া করবেন।আপনার কোন পরামর্শ থাকলে অবশ্যই দেবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

টানিম বলেছেন: u r welcome ... tmr favrt. job station gula te cv ar hard copy joma daw ... don't rely only on bdjobs.com ...

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

রিয়াদ হাকিম বলেছেন: ১। আমাদের দেশে ইলেকট্রনিক্স এর ফিল্ড খুব বেশি ভালোনা।

২। টেলিকমের ফিল্ড Saturated অবস্থায় আছে।

৩। যদিও দেশে অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এরপরও সুযোগ কম।

৪। এই মুহূর্তে IT, Networking, Software, এসব ফিল্ডে প্রচুর জব রয়েছে।

--
ছোট ভাইদের উদ্দেশ্যে -
যদি IT, Networking, Software, এসব ফিল্ডে প্রচুর জব থাকে এবং সেই লাইনের জবই করার ইচ্ছা থাকে - তবে EEE এর চাইতে CSE পড়লেই মনে হয় জব পাওয়াটা easier হবে...

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

টানিম বলেছেন: Riyad ... Ami setai bujaic ... but anybody can switch EEE to CSE by learning Programming and Networking ... Thanks

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

শাকিলা জান্নাত বলেছেন: EEE

চিন্তা আছে, কিন্তু টেনশন নাই। B-) B-) B-) B-) B-) B-) B-) B-)


ভাল লাগলো।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

টানিম বলেছেন: Tension kore lav nai ... apnr blog pore aslam... sylt thakten tai na ? koi cilen sylt a ?

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

রবি কিরণ বলেছেন: আমি graduation complete করছি প্রায় ১ বছর।এর মধ্যে অনেক খুজেছি কিন্তু পাইনি।এখনও খুজছি। কি কি কোর্স করা জায়,এ ব্যাপারে আপনার কি পরামর্শ।
আপনাকে অনেক ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

টানিম বলেছেন: IEB te PLC/ Micro-controller ...
TICI te : Power + aro kicu course ase .
Bose na thaka MBA ta kortte paren ... (DU/Private)
dnt waste ur time ...

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

হয়তো একা নয়তো পরাজিত বলেছেন: সিভিলের কি অবস্থা বস? মানে ইউনি তে পড়াইতে গেলে কত সিজিপিএ লাগে? আমি অবশ্য দেশের বাইরে পড়ালেখা করি ( অস্ট্রেলিয়া )। চিন্তা করতেসি দেশে আইসা ইউনি তে পড়াবো। আপনি যেহেতু আছেন তাই জিজ্ঞাস করলাম । ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

টানিম বলেছেন: Aus ar degree jokon ase tokn kono kicue bepar na ... BD te asen ... Sylhet, ctg, dhk te jekono private uni te join korte parbn ... thanks

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

রবি কিরণ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

টানিম বলেছেন: welcome ...

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

শাকিলা জান্নাত বলেছেন: বর্তমানে থাকি না।

বিসিএস দেয়ার ইচ্ছে আছে। যা আছে কপালে।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

টানিম বলেছেন: alhamdulliah ... kopale valo ase ...

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

ভবঘুরে তানিম বলেছেন: পাবলিক কোন ভার্সিটিতে টিকতে পারি নি, শেষ ভরসা AUST, ডাবল গোল্ডেন আছে আশা করি ভর্তি হয়ে যেতে পারবো। EEE তে পড়ার ইচ্ছা, কিন্তু অনেকেই বলে প্রাইভেট থেকে পড়ে কোন লাভ নেই, খুব হতাশার মধ্যে আছি। :(

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

টানিম বলেছেন: are tanim ... kono bepar na ... just basic ta valo ryko ... baki sob allahor iccha ... private uni/public uni sob vule jaw... jar merit ase sei tike thake...

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

কালোপরী বলেছেন: আপনি যে বিষয়েই পড়েন, যেখানেই পড়েন, আপনার নিজের যোগ্যতাই আপনাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে :)

আমি এই বিষয়ের ধারে কাছেও নাই, তবু পড়লাম

পোস্ট ভাল হয়েছে, চমৎকার লিখেছেন :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

টানিম বলেছেন: Thanks Kalopori ... apner kotha 100% r8 ...

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

মাহীন jm বলেছেন: ভাই ডিপ্লোমা শেষ করলাম। পি এল সি এর একটা কোর্স করা আছে । এখন কি করতে পারি একটু সাজেশন দেন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

টানিম বলেছেন: Apnader to job onk ... allah allah kore cv joma deya suru koren... ar B.Sc ta start korte paren ... particular kono job ar jonno wait na kore jeta paben seta start koren ...

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

বলেছেন: ট্রিপল ইর বর্তমান অবস্থা খুব খারাপ। আমার সিনিয়র দুই চার জনকে অনেক লেট এ জব পেতে দেখলাম। আপাতত ট্রিপল ইতে ভর্তি না হওয়াই ভাল।
আর যারা পড়ছেন তারা পিএলসি মাইক্রোকন্ট্রোলারে হাত দিলে খুব ভাল করবেন। কোন কোন কোম্পানি হন্যে হয়ে মাইক্রোকন্ট্রোলার খোজে। আমি নিজে দেখেছি।
অথবা প্রোগ্রামিং এ ও আসতে পারেন। প্রোগ্রামিং এ এখন অনেক চাহিদা।
অনেক ট্রিপল ই আসভছে প্রোগ্রামিং এ.....

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

টানিম বলেছেন: আপনে ঠিক বলেছেন । ধন্যবাদ

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

ডেভিল হ্যান্ড বলেছেন: looks like to me there r no job 4 EEE even u r a graduate of MIT(:p). Couple of months back in a job viva , i had been asked what is the maximum frequency a 555 IC can operate,though electronics is one of my favorite subjects. Holy cow, u spend only 2.4% of GDP & still want output like a Japanese of Chinese engineering graduate does , besides i have no professional experience.

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

টানিম বলেছেন: If anybody graduated from MIT he/she may nt come BD for searching job ... do ur GRE and may almighty help u to admit in MIT ..

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

টানিম বলেছেন: এই পোস্টা যদি আপনারা শেয়ার করতেন খুব ভালো হত । অনেকেই জানতে পারত ।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

জাওয়াদ তাহমিদ বলেছেন:
আমি রুয়েটে ইলেক্ট্রিক্যাল এ ফাইনাল ইয়ার এ আছি। আমার সবথেকে পছন্দের বিষয় ইলেকট্রনিক্স আর মাইক্রোকন্ট্রলার দিয়ে এমবেডেড সিস্টেম ডিজাইন। ২ বছর ধরে কাজ করি। বাড়িতে নিজের ছোটখাটো ল্যাবরেটরি বানিয়ে নিয়েছি। রেজাল্ট মোটামুটি। ৩.৩
এই দেশে কি পছন্দের বিষয়ে কাজ করার মত চকরি বাকরি পাব?

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

টানিম বলেছেন: তাহমিদ ... অনেক ভালো । তুমি পারলে VLSI টা ভালো করে পড়ে নিও । কিন্ত কথা হলো ইলেকট্রনিক্স আর মাইক্রোকন্ট্রলার দিয়ে এমবেডেড সিস্টেম ডিজাইন এর কোন কাজ জানি না পাবা কিনা । networking টা পড়ে নিও। তাহলে ইনশাআল্লাহ ভালো কোথাও জব পাবা । শুভ কামনা রইল ।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

কাঠপেন্সিল বলেছেন: ভাইয়া আমি থার্ড ইয়ারে। সিজি ৩.৫+। কিন্তু কিছুই পারিনা। কিচ্ছু না। রেগুলার পইরা (না বুঝলে মুখস্ত কইরা) পরীক্ষা দেই। পরীক্ষায় নাম্বার পাই, কিন্তু কিছুই পারি না।

সরকারি ভার্সিটির সাথের ফ্রেন্ডরা মাইক্রোকন্ট্রোলার, সি, প্রজেক্ট নিয়া কোপায়া ফালাইতেসে। আমি কিছুই পারি না। :'(

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

টানিম বলেছেন: কাঠপেন্সিল : ব্যাপার না । তুমি পড়া শেষ করে ১ বছর হাতে রাখবা ।ঐ সময় মেজর সাবজেক্ট গুলা ভালো করে বুঝে নিবা । জবের প্রস্তুতি নিতে গেলে পড়া হয়ে যাবে ।এখন থেকে বুঝে পড়তে চেষ্টা কর ।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

মোঃআমিনুল ইসলাম অভি বলেছেন: ভাইয়া অামি ssc পাশ korci General থেকে Gpa ৫ পেযেছিলাম তারপর দিনাজপুর পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাশ করেছি CGPA ৩.৭০ আমি কি AUSTএ ভর্তি পরীক্ষা দিতে পারব? আর private university te IEB membership na thakle kono problem ase.????

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২

টানিম বলেছেন: সরি ভাই। কমেন্টের আ্যানসার দেরি করে দিলাম। খুব ব্যাস্ত ছিলাম।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪১

ক্রিপ্টোগ্রাফার বলেছেন: ভাইয়া EEE পড়ছি কিন্তু প্রোগ্রামিং এ অনেক আগ্রহ আছে । EEE পড়ে এনজয় করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যত অন্দ্বকার। মাঝে মাঝে মনে হয় সবকিছু ফেলে দিয়ে প্রোগ্রামিং শুরু করি। কিন্তু না পারছি এটা ছাড়তে, না পারছি ওটা ধরতে।

মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে কাঁদি।

কি করবো বুঝতে পারছি নাহ।
একটু সাজেশন দিবেন, প্লিজ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.