![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
ইন্জিনিয়ার দের জন্য :
প্রথমেই আমার নিজের ব্যাক্তিগত একটি অভিজ্গতা শেয়ার করছি । আমি একটা থিসিস গ্রুপ এর সুপার ভাইজার হিসাবে ইদানিং কিছু স্টুডেন্ট কে গাইড করছি । আমার স্টুডেন্টদের পছন্দের বিষয় Hybrid Power System . আমি এই বিষয়টি তে বেশ আগ্রহ বোধ করলাম। তাদের কে কাজে লাগতে বল্লাম এবং বলে দিলাম কিছু সফটওয়্যার লাগবে ডিজাইন এবং সিমুলেশন এর জন্য । নেট থেকে নামাতে হবে । আমরা স্টুডেন্ট রা আমাকে কিছুদিন পর আমাকে বল্ল যে সফটওয়্যার তারা পাচ্ছে না । সফটওয়্যার গুলার নাম হল: PSCAD (Power system Computer Aided Design) এবং HOMAR সফটওয়্যার। এর মাঝে PSCAD টা খুব কাজের । গত এক সপ্তাহ থেকে আমি এই দুইটা সফটওয়্যার নেট এ খুজতিছি ।আজ আই . ডি. বি তে খুজ নিলাম। কিন্তু পেলাম না ।
কারো কাছে এই সফটওয়্যার দুইটা থাকলে আমাকে আওয়াজ দিয়েন ।
আমার আজকের পোস্ট এর কাহিনী হল বর্তমান রিসার্চ / গবেষণার মুল বিষয়গুলো :
কি নিয়ে বর্তমানে রিসার্চ / গবেষণা হচ্ছে :
ইলেকট্রিক্যাল ইনজিনিয়ারিং সমগ্র বিশ্ব টা কে এখন হাতের মোঠোয় নিয়ে এসেছে । পৃথিবীতে অন্য কোন সাবজেক্ট এর এতো বৈচিত্য আছে কিনা আমার জানা নেই । বর্তমানের পৃথিবীর বিভিন্ন ইউনি তে কিছু কমন বিষয় নিয়ে গবেষনা হচ্ছে । আমি বোঝাতে চাইছি কিছু কমন টপিক আছে যা সব দেশের জন্য খুব উপকার বয়ে নি্যে আসবে । আমি আজ ঠিক সেই রকম কিছু টপিক এর নাম আপনাদের শোনাব ।
১। নবায়ন যোগ্য শক্তি :
কম্পিউটার, ওয়েব আমাদের এমন ভাবে সাহায্য করছে যে বর্তমানে আমারা যে পরিমান পাওয়ার কনজিউম করছি প্রতি বছর সেটা হু হু করে বাড়ছে । তাই আমাদের জানা শোনা যত পাওয়ার সোর্স ছিল সব ফুরিয়ে যাচ্ছে । তাই আমরা নবায়ন যোগ্য শক্তির উৎস খুজতিছি । তাই বর্তমানে নাবায়ন যোগ্য শক্তি তে সবচেয়ে বেশী রিসার্চ চলছে ।
২। কন্ট্রোল সিস্টেম :
যে হারে হাই টেক প্রক্রিয়াজাত করন কোম্পানি এবং বিভিন্ন হেভী ইন্ডাস্ট্রি গড়ে উঠছে সেই ভাবে এই ইন্ডাস্ট্রি গুলোর জন্য ভাল কন্ট্রোল সিস্টেম দরকার । তাই আমি দ্বিতীয় গুরুত্বপুর্ণ বিষয় হচ্ছে কন্ট্রোল সিস্টেম।কন্ট্রোল সিস্টেম এর যে বিষয় গুলোতে রিসার্চ চলছে তা হল: অটোনোমাস সিস্টেম, রোবটিক্স এবং নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি , প্রসেস কন্ট্রল এবং ফ্ল আ্যসুরেন্স ।
৩। ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম :
খুব গুরুত্বপুর্ণ বিষয় যা আমি সার্চ করে পেয়েছি তা হল ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম। যেভাবে শক্তি উৎপাদন হচ্ছে , সেই শক্তি গুলোর সঠিক টান্সমিশন, বিতরণ এবং রক্ষনা বেক্ষন খুব জরুরী হয়ে পড়েছে । যে বিষয় গুলোতে রিসার্চ চলছে তা হল : স্মার্ট গ্রিড , পাওয়ার সিস্টেম প্রোটেকশন এবং হাই ভোল্টেজ পাওয়ার সিস্টেম ।
৪। মাইক্রোইলেকট্রনিক্স এবং ন্যানো স্ট্যাকচার :
এই একটি বিষয় এ কি কি রিসার্চ চলছে তা লিখে শেষ করতে পারব না । তাও আমি কিছূটা বলছি : কোয়ান্টাম কম্পিউটিং , ন্যানোমিটার ওয়েব ল্যান্থ ডিভাইস, ফোটোনিক্স, ইত্যাদি । মাইক্রোইলেকট্রনিক্স কিভাবে এই দুনিয়া কে বদলে দিচ্ছে তা আমরা চায়না মোবাইল ফোন/ ট্যাব দেখলেই বুঝতে পারি । এই একটা বিষয় এতো বিশাল যে আমি আর লিখলাম না । আপনারা ই আমাকে জানাবেন ।
৫। মাইক্রোওয়েব এবং কমিউনিকেশন সিস্টেম :
ইদানিং একটা কথা খুব শোনা যাচ্চে যে , মাইক্রোওয়েব এবং কমিউনিকেশন সিস্টেম খুব একটা রিসার্চ হচ্ছে না । যা আবিস্কার হবার সব হয়ে গেছে । যারা এটা মনে করছেন তারা অবশ্যই ভুল বোঝতিছেন । কগনিটিভ রেডিও থেকে শূরু করে numerical FDTD modelling, ultra low-noise receiver architectures থেকে microwave tomography and profiling এ খুব কাজ হচ্ছে । এই ফিল্ডে কম্পিউটার প্রকৈশলীরা সমান পারদর্শী ।
৬। পাওয়ার কনভারশন গ্রুপ :
পাওয়ার কনভারশন এর দক্ষতা যত বেশী তত একটা উন্নত একটা সিস্টেম গড়ে উঠে , যা সবার নজর কাড়ে এবং ব্যবসায়িক ভাবে লাভ জনক একটা প্রতিষ্ঠান গড়ে উঠে । যে বিষয় গুলোতে রিসার্চ চলছে তা হল : ইলেকট্রিক্যাল সিস্টেম ইন্টেগ্রেশন , পাওয়ার ইলেকট্রোনিক্স , মেশিন ডিজাইন এবং সুপার কন্ডাকটিং আ্যপলিকেশন ।
৭। সেনসিং , ইমেজিং এবং সিগন্যাল প্রসেসিং :
সর্বশেষ যে বিষয়টি লিখছি টা হলো: সেনসিং , ইমেজিং এবং সিগন্যাল প্রসেসিং । বলার মতো ওনেক কাজ হচ্ছে এই ফিল্ডে । যেমন : Autonomous sensors for fatigue monitoring and structural integrity , Electromagnetic scanners for industrial, security and biomedical applications, ইত্যাদি । কম্পিউটার প্রকৈশলী দের জন্য এই ফিল্ড টি খুব পছন্দের ।
ধন্যবাদ সবাইকে । আপনাদের মন্তব্য আমার লেখার সবচেয়ে বড় আকর্ষন । কারো যদি কোন প্রশন্ন থাকে আমাকে করবেন । আমার লেখাটা কিছু বিদেশী ইউনি এর ওয়েব সাইট থেকে হেল্প নিয়ে লিখা।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
কাজের কথা বলেছেন: সব ব্লগারেরই মাথার উপর দিয়া সিগনাল গ্যাছে মনে হয়। তারা সরকােরর গুষ্টি উদ্ধার এবং ছাগু/ভাদা/পাদা ইত্যাদি নিয়া লিখতে এবং পড়তে ভালবাসে।
বিঃদ্রঃ " এইখানে শুধু পুন্দানো পোষ্ট দেওয়া হয়"-- সামু।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
মেকানিক ফিরোজ বলেছেন: কত কেজি ধইন্না পাতা দিলে এইরকম পোস্ট আরও দিবেন???
ঝাতি ঝান্তে ছায়...
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
টানিম বলেছেন: হাহাহাহাহাহহাহাহা ... ধন্যবাদ
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
পথহারা সৈকত বলেছেন:
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
টানিম বলেছেন:
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
প্রযুক্তি বলেছেন: আমাদের দেশে কন্ট্রল সিস্টেমের কোন ব্যবহারই নেই। সব বাইরে থেকে আনতে হয়। ছেলেরা আগ্রহ পেলে অনেক কিছুই করতে পারে এই লাইনে।
কারো হেল্প লাগলে আওয়াজ দিয়েন
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
টানিম বলেছেন: অবশ্যই আওয়াজ দিব । ধন্যবাদ আপনাকে ।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
ভবঘুরে তানিম বলেছেন: দারুন..।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
টানিম বলেছেন: ধন্যবাদ তানিম ।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
আহমাদ-২০০৫ বলেছেন: আপনি তো সব বলেই দিছেন আমরা আর কি বলবো।
তবে সোলারের উপর কিন্তু অনেক কাজ হচ্ছে । সেই সাথে ফোটোনিক্স - অপ্টোইলেক্ট্রনিক্স , এন্টেনা ডিজাইন।
অনেক ক্ষেত্রই আছে, কিন্তু আমাদের দেশে বসে কি কি বিষয়ের উপর গবেশনা করা যায় তার কিছু লিস্ট দিন । কারন অনেক কিছুতেই আমাদের মেধা থাকা সত্ব্যেও প্রয়োজনীয় উপকরন ও আর্থিক সহায়তার অভাবে বেশিদূর আগানো যায় না। সেই সাতে বর্তমানে গবেশনা মূলক স্ফটওয়ারগুলোও ফ্রী পাওয়া যাচ্ছে না।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
টানিম বলেছেন: ভাইরে আমাদের দেশে বসে কি করা যায় তা নিয়া একটা পোস্ট দিব। আমি নিজে যে সমস্যা ফিল করছি তাও লিখব । ধন্যবাদ ।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
রাইসুল নয়ন বলেছেন: স্যার, প্রথমেই আপনাকে ধন্যবাদ দিতে চাই এইরকম পোস্ট দেবার জন্য ।।
কিন্তু কি !!
সামু তে এই টপিক নিয়ে ব্লগারদের যতই ট্রিগারিং করা হোক কোনও ফিডব্যাক পাবেন না বোধ করি ।।
ইচ্ছে করছে আপনার থেকে আরও জানতে, অপেক্ষায় থাকবো ।।
flu assurance সম্পর্কে জানতে চাচ্ছিলাম ।।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
টানিম বলেছেন: নয়ন , ধন্যবাদ Tomake ... flu hbe na ... flow assurance ... inshallah lokhbo ...
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
নাজমুল জুেয়ল বলেছেন: সফটওয়্যার এর জন্য Quartz.Com এ যোগাযোগ করতে পারেন। সাইন্সল্যাব এর ফুট-ওভার ব্রীজ এর ঠিক নিচে (যে দিকেCity College ) দোকান টা । অইখানে rare সফটওয়্যার এর ভাল collection আছে।
বিদ্রঃ আমি ২০০৭ এর দিকের কথা বলছি। এখন দোকান টা আছে কি না আমার জানা নাই।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
টানিম বলেছেন: ধন্যবাদ । আমি খুজব ।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
পাগলা দাশু০০৭ বলেছেন: PSCAD আছে আমার কাছে
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
টানিম বলেছেন: pagla dashu .... apner email address ta amk diben ?
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
মনছুর ইউ এ ই বলেছেন: খুব ভাল লেখেছেন,
পারলে আর কিছু লেখবেন।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
টানিম বলেছেন: thanks
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
শয়ন কুমার বলেছেন: স্যার, আপনাকে ধন্যবাদ ।সামুতে ইইই নিয়ে আরও লিখবেন আশাকরি ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২
টানিম বলেছেন: হুম । লিখব । ধন্যবাদ
১৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯
আলফা-কণা বলেছেন: +
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২
টানিম বলেছেন: ধন্যবাদ
১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
নাজমুল ইসলাম রনি বলেছেন: অনেক ভালো তথ্য দিয়েছেন। ইলেকট্রিক্যাল ব্লগ ও ইলেকট্রনিক্স বিষয়ের ছাত্র-ছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
টানিম বলেছেন: আপনাদের মন্তব্য এই ধরনের লিখায় খুব জরুরী । ধন্যবাদ