নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

আর দেখা যাবে না আইটেম গান ; X(

০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০











বলিউডের চলচ্চিত্রে ইদানীং এক অবিচ্ছেদ্য অঙ্গেই পরিণত হয়েছে আইটেম গান। গানের আপত্তিকর কথা কিংবা উত্তেজক দৃশ্যের জন্য এর মধ্যেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এ ধরনের গান। ছবিতে না হলেও সম্প্রতি টেলিভিশনে আইটেম গান প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ভারত সরকার। এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছে এ নির্দেশনা পৌঁছে দিয়েছে দ্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সেন্সর বোর্ড)।- প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে এ ধরনের গান কেবল এ বা অ্যাডাল্ট রেটিংয়ের আওতাতেই ছাড়পত্র পাবে। এ-সংক্রান্ত নির্দেশনা এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। কাজেই এসব গান টেলিভিশনে আর প্রচার করা যাবে না। কারণ, সর্বোচ্চ ইউ এ বা প্যারেন্টাল গাইডেনস সার্টিফিকেট পাওয়া গান অথবা দৃশ্য টেলিভিশনে প্রচারের অনুমতি রয়েছে।

এ প্রসঙ্গে সেন্সর বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, এ সিদ্ধান্তের পেছনে দিল্লির গণধর্ষণের ঘটনার সম্পৃক্ততা খুঁজলে তা ঠিক হবে না। সত্যি বলতে কি, অনেক দিন থেকেই আইটেম গান ইস্যু নিয়ে আলোচনা চলছিল আমাদের ভেতর। এ ধরনের গানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমরা পেয়েছি সাধারণ মানুষের কাছ থেকে। সম্প্রতি দুটি নির্দিষ্ট আইটেম গান সম্পর্কে আমাদের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছে ন্যাশনাল কমিশন ফর ওমেন।

পঙ্কজ আরও বলেন, আইটেম গানের নির্দিষ্ট কোনো সংজ্ঞা আমাদের কাছে নেই। তবে প্রাপ্তবয়স্কদের উদ্দেশে যেসব গানের কথা কিংবা দৃশ্য অন্তর্ভুক্ত করা হবে, সেগুলোকেই আইটেম গান হিসেবে বিবেচনা করা হবে। কোনো গান বা দৃশ্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নারীদের বিরুদ্ধে সহিংসতার উপাদান পাওয়া গেলে ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে কঠোর অবস্থানের সিদ্ধান্তও নিয়েছে সেন্সর বোর্ড। এমনকি ‘এ’-রেটেড ছবিতেও এ ধরনের উপাদান রাখার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।



ধন্যবাদ

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৭

রবি_জল বলেছেন: সামুতে কিছু আইটেম ব্লগারও আছে আর তাই এসবও এখন ব্যান করতে হবে।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮

টানিম বলেছেন: সহমত

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৫১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
বাহ ভালো উদ্যোগ -- শিশুরা ছোট কাল থেকেই বেহাইয়া হইবো না

০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৫

টানিম বলেছেন: আমার খবর টা শুনার পর ভাল লাগছে । ছোট ভাইদের নিয়া টিভি দেখতে গেলে বিব্রত হতে হবে না । ধন্যবাদ

৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:০২

মূর্ধন্য বলেছেন: এত দিনে ভারত সরকারের একখান ভালু উদ্যোগ। ভাইজান আরও খুশি হইতাম যদি কইতেন, ভারত সরকার বাংলাদেশের টিভি চ্যানেলের উপর থেকে নিষেধাজ্ঞা তোলে নিয়েছে।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৩

টানিম বলেছেন: মূর্ধন্য ভাই , এতে আপনে আমি আরও অনেক খুশি হতাম । কিন্তু কি করার আছে বলেন ? আমাদের সব দিক দিয়ে বেধে রেখে দিয়েছে ।

৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৫

অন্য পুরুষ বলেছেন: পরিবারের সবার সামনে টিভি চ্যানেল পাল্টানোর সময় কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। বাংলাদেশের জন্য ভাল।

আমি পারলে ইন্ডিয়ান সব চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ করে দিতাম।

০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৭

টানিম বলেছেন: হুমম ম ... ঠিক বলছেন অন্য পুরুষ /

৫| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১০

টানিম বলেছেন: কাজের জিনিষ । একবার দেখে আসতে পারেন :

Click This Link

৬| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩১

কাঙাল বলেছেন: এসবে যারা অভিনয় করছে তারা মূলত কর্পোরেট টপ ক্লাস পতিতা

ভারতে বর্তমানে এদের রেট অনেক উপরে, তবে কাস্টমারেরও অভাব নাই

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

টানিম বলেছেন: ধন্যবাদ কাঙাল । আপনার সাথে একমত । অনেক টপ নায়ক - নায়িকা ও কিন্তু এর সাথে জড়িত

৭| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৬

আজব প্রাণী বলেছেন: :( আমাদের কি হপে?

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

টানিম বলেছেন: ইন্টারনেট আছে , ব্লগ আছে ।

৮| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭

আদম_ বলেছেন: এদের জন্য পরিবার সহ টিভি দেখা বাদ দিছি বহু আগেই। হিন্দি ছবিতে গান মানেই মদ খাওয়ার দৃশ্য, প্রায় নেংটা হয়ে নাচানাচি............. দেখিনা, ভালোওবাসিনা।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

টানিম বলেছেন: আপনার সাথে একমত । আমিও এই সমস্যার জন্য হিন্দি চ্যানেল দেখি না ।

৯| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

রঁমাকান্তকামারঁ বলেছেন: দুঃখজনক! নিঃসন্দেহে দেশ পিছিয়ে যাবে অনকে!!

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮

টানিম বলেছেন: লোল ::::

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.